সচিন তেন্ডুলকরের সঙ্গে স্কুল ক্রিকেটে রেকর্ড করা কাম্বলির ১৯৯১ সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়। ১৯৯৩ সালে তিনি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সুযোগ পান। প্রথম টেস্ট শতরানকেই দ্বিশতরানে পরিণত করেছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ১৭ টেস্টে ১,০৮৪ রান করেন কাম্বলি। দুটি দ্বিশতরান এবং দুটি শতরান করেন তিনি। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা তিনটি টেস্ট ইনিংসে শতরান করার রেকর্ড রয়েছে তাঁর।
১০৪টি একদিনের ম্যাচে ২,৪৭৭ রান করেন কাম্বলি। শতরান দুটি। ১৯৯২ ও ১৯৯৬ বিশ্বকাপ খেলেছেন এই ক্রিকেটার। তিনি ফর্ম হারিয়েই দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু বিজেপি সাংসদের দাবি অন্য। যদিও কাম্বলির পাশাপাশি আরও অনেকেই এই বিজেপি সাংসদের দাবি খারিজ করে দিয়েছেন। ট্যুইটারে অনেকেই উদিতকে ব্যঙ্গ করছেন।