লন্ডন: ম্যাঞ্চেস্টারে আত্মঘাতী বিস্ফোরণে বহু মানুষের হতা-হত হওয়ার ঘটনায় বিচলিত হলেও, ক্রিকেট থেকে ফোকাস নড়ছে না ভারতের অধিনায়ক বিরাট কোহলির। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে পৌঁছনোর পর তিনি বলেছেন, ‘কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, সেটা দুঃখজনক। যারা সেই ঘটনার ছবি দেখেছে, তারা প্রত্যেকেই বিচলিত। কারণ, ইংল্যান্ডের মতো দেশে এই ধরনের ঘটনা বেশি ঘটেনি। ফলে কিছু মানুষ নার্ভাস হয়ে যেতে পারেন। তবে দল হিসেবে আমাদের এসব নিয়ে ভাবার সময় নেই। কারণ, আমাদের মনে রাখতে হবে, এখানে খেলতে এসেছি।’
গতবারের চ্যাম্পিয়ন ভারত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে। ৪ জুন বার্মিংহ্যামে এই ম্যাচ। অনেকেই ইংল্যান্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, বিরাট বলেছেন, তিনি ইংল্যান্ডের নিরাপত্তা নিয়ে খুশি। দলের কেউ নার্ভাস নন।
ভারতীয় দল প্রসঙ্গে বিরাট বলেছেন, গত দু বছর ধরে লোয়ার-মিডল অর্ডারে মহেন্দ্র সিংহ ধোনির উপর অতিরিক্ত চাপ পড়ছিল। ফলে তিনি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না। কিন্তু এখন কেদার যাদব ও হার্দিক পাণ্ড্য সেই চাপ কমিয়ে দিয়েছেন। ফলে ধোনির পক্ষে খোলা মনে খেলা সম্ভব হবে।
ম্যাঞ্চেস্টারের ঘটনা দুঃখজনক, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই ভাবছি, বললেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
25 May 2017 11:23 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -