বালি : মর্মান্তিক ! যে প্রশিক্ষণ দিয়ে তাঁর জগৎজোড়া নাম, তাতেই প্রাণ গেল তরুণ বডি বিল্ডার জাস্টিন ভিকির। মাত্র ৩৩ বছর বয়সেই থামল পথচলা। ইন্দোনেশিয়ার বালির সানুরে স্ট্রেন্থ-ট্রেনিং দেওয়ার সময় মৃত্যু হল পুষ্টি বিশারদ তথা ব্যক্তিগত প্রশিক্ষক জাস্টিনের। 


ইনস্টাগ্রামে প্রায় ৩০ হাজার ফলোয়ার। ইন্দোনেশিয়ার বালিতে বডি বিল্ডিং কমিউনিটিতে এক পরিচিত নাম জাস্টিন। গত ১৫ জুলাই দ্য প্যারাডাইস বালি জিমে স্ট্রেন্থ-ট্রেনিং দিচ্ছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।


ভিডিও ফুটেজে দেখা গেছে, ভারত্তোলনের সময় যথেষ্ট বেগ পেতে হচ্ছে বডি বিল্ডারকে। পা চাড়িয়ে দেওয়ার সময় অতিরিক্ত ভারে কার্যত বুক-ফাটা আওয়াজ করছেন। কিন্তু, শেষমেশ ভার সামাল দিতে না পেরে বিশালাকার সেই বার তাঁর কাঁধ ঝুঁকিয়ে দেয়। সেই সময়ও সোজা খাঁড়া হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন পূর্ব জাভার এই প্রতিভাবান তরুণ। তাঁর পেছনে থাকা স্পটারও কিছু করতে পারেননি, কারণ জাস্টিন তাঁর নিতম্বের উপর পড়ে যান। দৈত্যকার সেই বার জাস্টিনের ঘাড়ের উপর পড়ে। যার জেরে মাথায় আঘাত পান তিনি। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন জাস্টিন। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন জিমের অন্যান্যরা। জাস্টিন পেছন দিকে কার্যত ফেলে দেন বারটি। দুর্ঘটনার পর তড়িঘড়ি জাস্টিনকে স্থানীয় একটি হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘাড় ইতিমধ্যেই ভেঙে যায় তাঁর। হৃৎপিণ্ড ও ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ স্নায়ুগুলি কার্যত ছিঁড়ে যায়।


হাসপাতালের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন। অপারেশনও করা হয়। কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মারা যান জাস্টিন। এরকম মর্মান্তিক দুর্ঘটনার পর দ্য প্যারাডাইস বালি জিমের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, 'আমাদের প্রিয় জাস্টিন, আমাদের জীবনে তোমার প্রভাব অপূরণীয়। তোমার উত্তরাধিকার সেইসব মানুষের জীবনে থাকবে, যাঁদের জীবন তুমি স্পর্শ করেছ। যেভাবে তুমি অনুপ্রাণিত করেছ, যেভাবে তুমি ভালবাসা-করুণা ছড়িয়ে দিয়েছ, তাতে তোমার উত্তরাধিকার বেঁচে থাকবে। প্রিয় বন্ধু, শান্তিতে বিশ্রাম করো, তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।'


তাঁর বন্ধু গেডে সুতারিয়া বালি এক্সপ্রেসকে জানিয়েছেন, 'খুব ভাল মানুষ ছিলেন ভিকি। ভদ্র এবং সামাজিকও ছিলেন। সবসময় জিম নিয়ে নিজের জ্ঞান শেয়ার করতেন। এর পাশাপাশি জিমের বন্ধুদের উপদেশ দিতেন, যাতে তাঁরা সাবধানে থাকেন। প্রশিক্ষণের সময় নিজের সক্ষমতা বাইরে কিছু না করতে বলতেন। ঈশ্বরের কোলে শান্তিতে বিশ্রাম নিক ভিকি। যোগ্য জায়গা খুঁজে পান।'