মোনাকো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে রেকর্ড সংখ্যক চতুর্থবার বিশ্বসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন জামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট। মহিলাদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন রিও অলিম্পিকে জিমন্যাস্টিক্সে সোনাজয়ী সিমোন বাইলস।


বোল্ট এর আগে ২০০৯, ২০১০ এবং ২০১৩ সালে ‘ক্রীড়া অস্কার’ নামে পরিচিত এই পুরস্কার পেয়েছিলেন। তাঁর আগে রজার ফেডেরার, সেরেনা উইলিয়ামস ও সার্ফিংয়ের তারকা কেলি স্লেটার চারবার এই পুরস্কার পেয়েছিলেন। তাঁদের সঙ্গে একই সারিতে এখন বোল্ট।

এছাড়া অবসর ভেঙে ফিরে এসে রিও অলিম্পিকে পাঁচটি সোনা জেতার জন্য সেরা প্রত্যাবর্তনের পুরস্কার পেয়েছেন মাইকেল ফেল্পস। ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন নিকো রোজবার্গও পুরস্কার পেয়েছেন।