ব্রিসবেন: ব্রিসবেনে বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। ভাঙাচোরা দল নিয়েও প্রথম টেস্টে হেরেও ঘুরে দাঁড়িয়েছে ভারত। এখন দেখে নেওয়া যাক, এই ম্যাচে কী কী বড় রেকর্ড তৈরি হল।
প্রথমবার গাব্বাতে জিতল ভারত
গাব্বায় এই প্রথম কোনও টেস্ট ম্যাচ জিতল ভারত। সেইসঙ্গে গাব্বা ও ওয়াকায় প্রথম এশিয় দেশ হিসেবে টেস্ট জয়ের নজিরও গড়েছে ভারত।


৩২ বছর পর গাব্বায় হার অস্ট্রেলিয়ার
ব্রিসবেনের গাব্বায় গত ৩২ বছরে এই প্রথম কোনও ম্যাচে হার অস্ট্রেলিয়ার। এর আগে এই মাঠে অস্ট্রেলিয়া হেরেছিল ১৯৮৯ সালে। তারপর থেকে এই মাঠে ৩১ ম্যাচ পরে কোনও ম্যাচে হারল অস্ট্রেলিয়া।
পঞ্চম দিন ভারত করল ৩২৫ রান
গাব্বা টেস্টে জিততে পঞ্চম দিনে ৩২৫ রান করল ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম দিনে জয়ের জন্য এর আগে এত রান এর আগে কখনও করেনি ভারত। সেইসঙ্গে পঞ্চম দিনে জয়ের জন্য সর্বাধিক রান তোলার তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ভারত। এর আগে ১৯৮৪-তে ওয়েস্ট ইন্ডিজ লর্ডসে ৩৪৪ ও অস্ট্রেলিয়া ১৯৪৮-এ লিডসে জয়ের জন্য ৪০৪ রান করেছিল।

নাথন লায়ন এই নিয়ে চতুর্থ বার ৯০-১০০-র মধ্যে ভারতীয় ব্যাটসম্যানদের আউট করলেন
গাব্বা টেস্টে দ্বিতীয় ইনিংসে শুভমান গিলকে ৯১ রানে আউট করলেন লায়ন। এই নিয়ে চতুর্থবার কোনও ভারতীয় ব্যাটসম্যানকে ৯০-১০০ রানের মধ্যে আউট করলেন। এর আগে মুরলী বিজয় (৯৯), ঋষভ পন্থ (৯৭) কে নিজের শিকার বানিয়েছেন তিনি।
কেরিয়ারে সবচেয়ে বেশি রান এক ওভারে খরচ করলেন মিচেল স্টার্ক
৪৬ তম ওভারে অজি পেস বোলার মিচেল স্টার্ক ২০ রান দিলেন। টেস্ট কেরিয়ারে ওই ওভারেই সবচেয়ে বেশি রান দিয়েছেন স্টার্ক। পূজারা ওই ওভারে একটি ছক্কা সহ ২০ রান তোলেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত দ্বিতীয় টেস্ট সিরিজ জয়
অস্ট্রেলিয়ায় এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিতল ভারত। ২০১৮-১৯ এ ভারত প্রথমবার অস্ট্রেলিয়াকে চার ম্যাচের সিরিজ ২-১ হারিয়ে জিতেছিল। প্রথম কোনও এশিয় দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারানোর কৃতিত্ব অর্জন করেছিল বিরাট কোহলির দল। ক্যাঙারুর দেশে ফের সিংহ গর্জন। পরপর দুবার সেখানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করল ভারত।