কলকাতা: গতকাল ইডেন গার্ডেনে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। ভারতের অধিনায়ক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের আঁটোসাঁটো বোলিংয়ে খুব বেশি রান তুলতে দেননি ভারতের বোলাররা। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে মাত্র ১০৯ রান করে। ভারতীয় বোলারদের দাপটে প্রথম থেকেই ব্যাকফুটে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। আর এরইমধ্যে একটা হাস্যকর রান আউট দর্শকদের নজর কাড়ে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে ওই ঘটনা ঘটে। শাই হোপ খলিল আহমেদের একটা বল মিড উইকেটে খেলে রান নিতে দৌড়ন। নন স্ট্রাইকার শিমরন হেটমেয়ার প্রথমে সাড়া দিয়েও পরে ইতস্তত করেন। হোপও একবার মাঝ ক্রিজে থেকে ফের দৌড় শুরু করে নন স্ট্রাইকার প্রান্তে পৌঁছে যান। বলের দিকে চোখ ছিল হোপের। তাই তিনি দেখতে পাননি যে, তাঁর সঙ্গী পিছিয়ে গিয়েছেন। দুজনের ভুল বোঝাবুঝিতে রান নিতে গিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়।




এই হাস্যকর আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র রসিকতা শুরু হয়েছে। বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক মন্তব্য, বিদ্রুপ করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ।