অকল্যান্ড: সামনেই বিশ্বকাপ (World Cup 2023) । এই মুহূর্তে সীমিত ওভারের ফর্ম্যাটে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে প্রতিটি দলই। অস্ট্রেলিয়া তো তাঁদের প্রাথমিক স্কোয়াডই ঘোষণা করে দিয়েছে। প্রথমসারির অন্যান্য দলগুলোও নিজের দল গঠনে নজর রেখেছে। গতবারের বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্য়ান্ডও সেই তালিকায় রয়েছে। আর তাই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় কিউয়ি (New Zealand) শিবিরে ঢুকে পড়লেন ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসন।


এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৯৯টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন বোল্ট। তাঁর অভিজ্ঞতা অন্য়তম সম্পদ ভারতের মাটিতে বিশ্বকাপের জন্য। শেষ দুটো বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই তারকা বাঁহাতি পেসার। ওয়ান ডে ফর্ম্যাটে দেশের জার্সিতে শেষবার খেলেছেন গত বছর সেপ্টেম্বরে। এরপর ফের জাতীয় দলে ডাক পেলেন বিশ্বকাপের আগে। বোল্ট এখনও পর্যন্ত ৯৯টি ম্যাচে ১৮৭ উইকেট ঝুলিতে পুরেছেন। 


অন্যদিকে জেমিসন পিঠের চোট সারিয়ে ফিরে এসেছেন। ২০২২ সাল থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি দীর্ঘকায় এই অলরাউন্ডার। গত বছর এপ্রিলে শেষ ওয়ান ডে খেলেছিলেন জেমিসন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। 


ইংল্যান্ডের বিরুদ্ধে অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলকে পাওয়া যাবে না। সার্জারি হয়েছিল তাঁর। মার্ক চ্যাপম্যান ও জিমি নিশামকে চার ম্যাচের সিরিজে দেখা যাবে। টি-টোয়েন্টি সিরিজের পর ইশ সোধি দেশের ফিরে যাবেন। 


ভারতে আসবে পাকিস্তান


ভারত ও পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক সম্পর্ক একেবারেই ভাল নয়। বহুদিন ধরেই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ। এমনকী ভারতে বাবর আজমদের বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছিল জট। তবে অনেক টালবাহানার পর রবিবার, ৬ অগাস্ট পাকিস্তান সরকারের তরফে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার ছাড়পত্র দেওয়া হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।


পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে রবিবার জানানো হয়, 'পাকিস্তান বরাবরই ক্রীড়াকে রাজনীতি থেকে দূরে রাখার পক্ষে সওয়াল করে এসেছে। সেই কারণেই পাক সরকার দেশের ক্রিকেট দলকে ভারতে আয়োজিত ২০২৩ সালের বিশ্বকাপে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বিশ্বাস করে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক ক্রীড়সংক্রান্ত বিষয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে না।' এই বিবৃতিতে পাকিস্তানের তরফে ভারতীয় দলকে পড়শি দেশে এশিয়া কাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনার করা হয়।


অনেকেই দাবি করছেন পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে আসতই, এই টালবাহানাটা অনেকটাই লোক দেখানো ছিল। প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে (Harsha Bhogle) নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কড়া বার্তা, বড় বড় কথা যতই বলা হোক না কেন, পাকিস্তান কিন্তু বিশ্বকাপে খেলতে আসতই। দুই মাস আগে থেকেই এটা নিশ্চিত ছিল। ওদের খেলোয়াড়রাও তো এমনটাই চাইবে।'