ধর্মশালা:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের দোরগোড়ায় ভারত। ধর্মশালা টেস্ট জয়ের জন্য এখন টিম ইন্ডিয়াকে করতে হবে মাত্র ৮৭ রান। হাতে রয়েছে ১০ উইকেট। এখনও ২ দিন খেলা বাকি।


এদিন ভারতীয় বোলারদের দাপটে প্রথম থেকেই ছন্নছাড়া ছিল স্মিথ-বাহিনী। ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথমেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। স্লিপে তাঁর ক্যাচ করুণ নায়ার ফস্কালেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ওপেনার ডেভিড ওয়ার্নার।


পরের ওভারের প্রথম বলেই ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্যক্তিগত ৬ এবং দলের ১০ রানের মাথায় আউট হন এই বাঁ-হাতি। বোলার ছিলেন উমেশ যাদব। এরপর দলের ৩১ রানের মাথায় ব্যক্তিগত ১৭ রানে ভূবনেশ্বর কুমারের বলে আউট হয়ে যান স্মিথ।


পরের ওভারেই আউট হন রেনশ (৮)। এই সময়ে দলকে টেনে তোলার কাজ শুরু করেন হ্যান্ডসকোম্ব ও ম্যাক্সওয়েল। এই দুজনের পার্টনারশিপে ৫৬ রান ওঠে। কিন্তু, হ্যান্ডসকোম্ব আউট হতেই ফের ধস নামে অসি-ব্যাটিং লাইন আপে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ম্যাক্সওয়েল (৪৫)। কিছুটা লড়াই চালান উইকেটরক্ষক ম্যাথ্যু ওয়েড (২৫)।


কিন্তু, তা কোনওভাবেই যথেষ্ট ছিল না। কোনও একজনের থেকে বড় ইনিংস প্রত্যাশা করেছিল ব্যাগি গ্রিন শিবির। কিন্তু, ভারতীয় স্পিন ও পেস আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে স্মিথ-বাহিনী। রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাডেজার নেতৃত্বাধীন ভারতের জোড়া স্পিন-ফলায় মুখ-থুবড়ে পড়েন অসি-প্রতিরোধ। ফলে, ১৩৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং।


ভারতীয় বোলারদের মধ্যে এদিন উল্লেখযোগ্য অবদান রেখেছেন প্রায় সকলেই। তিনটি করে উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও রবীন্দ্র জাডেজা। ভুবনেশ্বর কুমার একটি উইকেট নিয়েছেন। ১০৬ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারত। ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে ১৯ রান তোলেন দুই ওপেনিং ব্যাটসম্যান লোকেশ রাহুল ও মুরলি বিজয়।


অর্থাৎ, আগামীকাল ম্যাচ জিততে ভারতের প্রয়োজন আর মাত্র ৮৭ রান। চার ম্যাচের সিরিজ এখন ১-১ ফলাফলে রয়েছে। এই ম্যাচ জিতলে সিরিজও জয় করে ফলবে টিম ইন্ডিয়া। ফলে, বলা যেতেই পারে, ম্যাচ ও সিরিজ কার্যত বন্দি করে ফেলেছে ভারত।


এর আগে, তৃতীয় দিন সকালে প্রথম ইনিংসে ৩২ রানের লিড নেয় ভারত। আজ শুরু থেকেই গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাডেজা ঠান্ডা মাথায় ব্যাটিং করছিলেন। জাডেজা অর্ধশতরান এবং ঋদ্ধিমান ৩১ রান করেন। জাডেজা ৬৩ রান করেন। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৩২ রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৩০০ রান।