দুবাই: বাংলাদেশের দুই ক্রিকেটার আরাফত সানি ও তাস্কিন আহমেদের বোলিং অ্যাকশনকে বৈধ বলে জানিয়ে দিল আইসিসি। ফলে তাঁদের আর আন্তর্জাতিক ম্যাচে বল করতে বাধা থাকল না।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে ৮ সেপ্টেম্বর তাস্কিন ও আরাফতের বোলিং অ্যাকশনের ত্রুটি শোধরানোর পরীক্ষা হয়। এরপর জানা গিয়েছে, বল করার সময় তাঁদের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙছে না। ফলে তাঁরা বল করতে পারবেন।
গত ৯ মার্চ ধর্মশালায় টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচে আরাফত ও তাস্কিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপরেই তাঁদের বল করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এখন সেই নিষেধাজ্ঞা উঠে গেল।
আরাফত, তাস্কিনের বোলিং অ্যাকশন বৈধ, জানাল আইসিসি
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2016 08:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -