দুবাই: বাংলাদেশের দুই ক্রিকেটার আরাফত সানি ও তাস্কিন আহমেদের বোলিং অ্যাকশনকে বৈধ বলে জানিয়ে দিল আইসিসি। ফলে তাঁদের আর আন্তর্জাতিক ম্যাচে বল করতে বাধা থাকল না।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে ৮ সেপ্টেম্বর তাস্কিন ও আরাফতের বোলিং অ্যাকশনের ত্রুটি শোধরানোর পরীক্ষা হয়। এরপর জানা গিয়েছে, বল করার সময় তাঁদের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙছে না। ফলে তাঁরা বল করতে পারবেন।

গত ৯ মার্চ ধর্মশালায় টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচে আরাফত ও তাস্কিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপরেই তাঁদের বল করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এখন সেই নিষেধাজ্ঞা উঠে গেল।