নয়াদিল্লি: মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডের জন্য় আবেদন করলেন বক্সার অমিত পাঙ্ঘাল। ৫২ কেজি বিভাগে এশিয়ান চ্যাম্পিয়ন এই ভারতীয় বক্সার এবার টোকিও অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন। যদিও সেখানে আশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। কিন্তু এবার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের দৌড়ে তরুণ এই বক্সার। 


২০১২ সালে ডোপ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন তিনি। সেই সময় ডোপ টেস্টে ধরা পড়ে দেড় বছরের জন্য নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। ক্রীড়া পুরস্কারে তাঁদের নাম বিবেচিত হয় না, যাঁদের নাম ডোপ কেলেঙ্কারি বা পুলিশের কোনও ফাইলে থাকে। জাতীয় বক্সিং ফেডারেশন তাঁর নাম 'খেলরত্ন' এর জন্য সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশ গ্রাহ্য হয়নি। কিন্তু ক্রীড়ামন্ত্রক নতুন যে নিয়ম করেছে, তাতে ডোপ টেস্টে ধরা পড়ার পর সেই অ্যাথলিট যদি তাঁর নির্বাসনের সময়কাল কাটিয়ে দেন তবে তাঁর নাম সুপারিশ করা যাবে। সেই অনুযায়ী এবার খেলরত্নের জন্য সুপারিশ করা হচ্ছে। ১২ সদস্যের অ্যাওয়ার্ড সিলেকশন কমিটি চূড়ান্ত নামের তালিকা বাছাইয়ের পরই সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে।


হরিয়ানার রোহতকের ২৫ বছরের বক্সার অমিতের গত তিন বছর ধরে অসাধারণ সাফল্য। এশিয়াডে ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, কমনওয়েলথ ও বিশ্ব মিটে রুপো। ৫২ কেজি বিভাগে তিনি বিশ্বের এক নম্বরও হয়েছেন। ঝুলিতে রয়েছে ১৬টি পদক। তার মধ্যে রয়েছে ৯টি সোনা। ২০১৮ জাকার্তা এশিয়াড, ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। চলতি বছর টোকিও অলিম্পিক্সে সাফল্য না পেলেও এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন এই তরুণ বক্সার। 


২০১৭ সালে ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন অমিত পাঙ্ঘাল। এরপরই সবার নজরে আসেন তিনি। সেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। বুলগেরিয়ায় আয়োজিত টুর্নামেন্টেও সোনা জিতেছিলেন অমিত। এই টুর্নামেন্টে প্রথম ভারতীয় বক্সার হিসেবে টানা ২ বার সোনা জয়ের নজির গড়েছেন অমিত।