ভিজিয়ানাগ্রাম: তাঁকে দিয়ে টেস্টে ওপেন করানোর জন্য সওয়াল করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হতাশ করলেন রোহিত শর্মা। বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ক্রিজে তাঁর স্থায়িত্ব হল মাত্র ২ বল। কোনও রান না করেই ফিরলেন মুম্বইয়ের ‘হিটম্যান’।

কেরিয়ারে প্রথমবার টেস্ট ওপেনার হিসাবে দলে নেওয়া হয়েছে রোহিতকে। কে এল রাহুলকে বাদ দিয়ে। ধারাবাহিকতার অভাবে কর্নাটকের ক্রিকেটার রাহুলকে বাদ দেওয়া হয়েছে। রোহিতকে নিয়ে প্রত্যাশার পারদও চড়েছিল।

বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে মায়াঙ্ক অগ্রবালের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছিলেন রোহিত। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারে ভার্নন ফিলান্ডারের বলে ফেরেন তিনি। তার আগে ২৭৯/৬ স্কোরে ইনিংস ডিক্লেয়ার দেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মারক্রাম ১১৮ বলে সেঞ্চুরি করেন। তেম্বা বাভুমা করেন ৮৭ রান। বাংলার পেসার ঈশান পোড়েল এক উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে বোর্ড প্রেসিডেন্ট একাদশের স্কোর ১২০/৩। মায়াঙ্ক ৩৯ রানে ফেরেন। বাংলার অভিমন্যু ঈশ্বরণ ১৩ রান করে কাগিসো রাবাডার বলে আউট হন। প্রিয়ঙ্ক পাঞ্চাল হাফসেঞ্চুরি করে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে করুণ নায়ার।