কলকাতা: যুবভারতীর শব্দব্রহ্মের মধ্যে ব্রাজিলের বাজিমাত। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। প্রথম থেকে চলছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। পেনাল্টি বক্সে ইয়েবোয়াকে ফাউল করায় পেনাল্টি পায় জার্মানি। ২১ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করতে কোনও ভুল করেননি অধিনায়ক আর্প। প্রথমার্ধে ব্রাজিলকে ছন্দহীন দেখাচ্ছিল। অজস্র মিসপাস থেকে শুরু করে ভোঁতা আক্রমণই ছিল ব্রাজিলের খেলায়।
কিন্তু ছবিটা পাল্টে যায় বিরতির পর। দ্বিতীয়ার্ধেই প্রতিপক্ষের বক্সে আক্রমণের ঝড় তোলে ব্রাজিল। ৭১ মিনিটের মাথায় দুরন্ত প্রত্যাঘাত। বক্সের বাঁ-দিক থেকে অনবদ্য গোল ওয়েভারসনের। আট মিনিটের মধ্যেই ফের ব্যবধান বাড়ায় ব্রাজিল। ৭৭ মিনিটের মাথায় জ্বলে উঠলেন পাওলিনহো। বক্সের বাইরে থেকে ২৫ গজের গোলার শট। জার্মান গোলরক্ষকের পক্ষে কিছুই করার ছিল না।
আগামী বুধবার সেমিফাইনালে গুয়াহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি ব্রাজিল।
এদিকে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিস্ফোরক জার্মান কোচ ক্রিশ্চিয়ান উক। হারের যাবতীয় দায় চাপিয়ে দিলেন রেফারির উপর। তাঁর দাবি, দ্বিতীয় গোলে পরিষ্কার ফাউল ছিল, ফ্রি-কিক দেননি মার্কিন রেফারি।