রিও ডি জেনেইরো : আয়োজনের ভিত্তিতে শেষ মুহূর্তে টেক্কা চিরপ্রতিদ্বন্দ্বীর! আর্জেন্টিনাতেও কোপার আসর বসছে না জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা, এবারের কোপা আমেরিকার আসর বসছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কনমেবল যে খবর জানিয়েছে।


কনমেবল জানিয়েছে, '২০২১ সালের কোপা আমেরিকার আসর বসছে ব্রাজিলে। প্রতিযোগিতা শুরু ও শেষের দিনে কোনও পরিবর্তন হচ্ছে না। কোন মাঠে কোন খেলা হবে তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আশা রাখব মহাদেশীয় প্রতিযোগিতাকে রঙীন করে তুলবে সবাই এগিয়ে আসবেন।'


আগের সূচি মতোই ১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত বসবে কোপা আমেরিকার আসর। ২০১৯ সালে শেষ কোপার আসর বসেছিল ব্রাজিলেই। যেখানে ঘরের মাঠে খেতাব জিতেছিলেন নেইমাররা। 


করোনা ভাইরাসের সংক্রমণের ছবিটা মারাত্মক বেড়ে যাওয়ায় গত সপ্তাহেই কনমেবল জানিয়ে দিয়েছিল, কলম্বিয়ায় নয় শুধুমাত্র আর্জেন্টিনাতেই বসবে এবারেই কোপা আমেরিকার আসর। কিন্তু কার্যত সবাইকে চমকে দিয়ে কিছু ঘণ্টা আগেই তারা জানিয়েছিল, আর্জেন্টিনার করোনা পরিস্থিতির জেরেই সেদেশেও কোপা আয়োজিত হবে না। তাদের সেই ঘোষণার পর প্রতিযোগিতার দু'সপ্তাহ আগে আয়োজকহীন হয়ে পড়েছিল কোপা।


যদিও টুর্নামেন্ট বাতিল না করে কনমেবল জানিয়ে দিয়েছিল, বেশ কয়েকটি দেশ কোপা আমেরিকা আয়োজনে ইচ্ছুক, তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।


এবারে যে কোপা আয়োজিত হচ্ছে, তা আসলে গতবছরে হওয়ার কথা ছিল। কোপার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবার যুগ্ম আয়োজক পেয়েছিল কোপা। কিন্তু করোনার জেরেই কলম্বিয়া-আর্জেন্টিনায় আয়োজিত হওয়ার কথা থাকা কোপা গতবার ভেস্তে যায়। এবারেও কার্যত একই পরিস্থিতি তৈরি হয়েছে করোনার জেরে।



কিন্তু একে একে এভাবে কলম্বিয়া ও আর্জেন্টিনাকে বাদ দিয়ে টুর্নামেন্ট শুরুর ঠিক দু'সপ্তাহ আগে ব্রাজিলকে আয়োজক হিসেবে বেছে নেওয়াটাও কার্যত নজিরবিহীন ঘটনা। এদিকে আগামী বছরও কোপার আসর বসার কথা ব্রাজিলে। তাই সব ঠিকঠাক থাকলে কোপা আয়োজনে হ্যাটট্রিক করবে ব্রাজিল। ট্রফিভাগ্যও কী সেদিকেই যাবে? নাকি বহুকাঙ্খিত আন্তর্জাতিক ট্রফিখরা ঘোচাবেন লিওনেল মেসি? সেই উত্তর পেতে অপেক্ষার প্রহর গোণা শুরু।