রিও দে জেনেইরো: করোনা ভ্য়াকসিনের প্রথম ডোজ় নিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র। ইনস্টাগ্রামে নিজেই একটি ভিডিও পোস্ট করে ভক্ত ও অনুরাগীদের সে কথা জানিয়েছেন প্যারিস সঁ জঁরমের তারকা স্ট্রাইকার। করোনা টিকার প্রথম ডোজ় নেওয়ার সময় বেশ হাসিখুশিই দেখিয়েছে নেমারকে।
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার পাশাপাশি পর্তুগিজ ভাষায় নেমার লিখেছেন, 'আশা করব সব কিছু দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। সেই সঙ্গে প্রার্থনা করব শুধু আমার দেশ ব্রাজিলই নয়, বিশ্বের সব দেশের সমস্ত নাগরিক করোনার প্রতিষেধক পাবেন।' প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে নেমার নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন।
মাঝে জল্পনা ছড়িয়েছিল যে, পিএসজি ছেড়ে দিচ্ছেন ব্রাজিলীয় তারকা। বার্সেলোনা বা অন্য কোনও ক্লাবে যোগ দিচ্ছেন। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন নেমার। প্যারিস সঁ জঁরমের সঙ্গে নতুন করে তিন বছর চুক্তি বাড়িয়ে নিয়েছেন ব্রাজিলীয় ফুটবলার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড অর্থে তিনি প্যারিসে যোগ দিয়েছিলেন। বছর খানেক ধরেই নেমারের ন্যু ক্যাম্পে ফেরা নিয়ে জল্পনা চলছিল। লিয়োনেল মেসি জানিয়েছিলেন, একমাত্র নেমারকে আনলেই তিনি ক্লাবে থাকতে পারেন। কিন্তু অতিমারির কারণে আর্থিক মন্দা হওয়ায় বিপুল অর্থ দিয়ে নেমারকে আনতে পারেনি বার্সা। ব্রাজিলীয় সুপারস্টার তাঁর পুরনো ক্লাবেই থেকে গিয়েছেন। এক বিবৃতিতে পিএসজি জানিয়েছিল, ২০১৭ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই নেমার নিজেকে কিংবদন্তির জায়গায় নিয়ে গিয়েছেন এবং ক্লাবের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় স্থান করে নিয়েছেন।
পিএসজি-র হয়ে নেমার ৮৫টি গোল করেছেন। ৫১টি গোলে সহায়তা করেছেন। যদিও গত তিন বছরে বিভিন্ন সময়ে চোটের জন্য মাঠের বাইরে কাটাতে হয়েছে। কিন্তু গত বার পিএসজি-কে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে প্রধান ভূমিকা নিয়েছিলেন নেমার। এবার অবশ্য সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে বিদায় নিয়েছে পিএসজি। আগামী মাসে ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকা টুর্নামেন্টে নামবেন নেমার।