কলকাতায় প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রিভাল্ডো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2016 04:55 PM (IST)
কলকাতা: পেলে, দুঙ্গাদের পর এবার কলকাতায় অপর এক ব্রাজিলীয় ফুটবলের তারকা রিভাল্ডো। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য রবিবাসরীয় সকালে হাজির হলেন কলকাতায়। শনিবার ছিলেন নয়াদিল্লিতে। সুব্রত কাপের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে। এদিন কলকাতায় আইএসএলের দল দিল্লি ডায়নামোজের সঙ্গে দেখা করতে সকালেই কলকাতায় হাজির রিভাল্ডো। ভারতীয় আতিথেয়তায় খুশি রিভাল্ডোর দাবি, খুব শীঘ্রই তিনি ফের আসতে চান ভারতে। চান ভারতীয় ফুটবলকে সাহায্য করতে। রিভাল্ডো বলেছেন, ‘ভারতীয় ফুটবলকে সাহায্য করতে আমি আবার আসতে চাই। দুইদেশের ফুটবল সম্পর্কও বজায় রাখতে চাই।’ কলকাতায় এসে দিল্লি ডায়নামোজের টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে সময় কাটান রিভাল্ডো। দিল্লি কোচ জামব্রোতার সঙ্গেও দল নিয়ে একপ্রস্থ আলোচনা সারেন বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের সদস্য।