হায়দরাবাদ: ভয়াবহ দুর্ঘটনা ৪৭তম জুনিয়র ন্যাশলান কবাডি চ্যাম্পিয়নশিপের আসরে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল৷ ভিড়ে ঠাসা গ্যালারির একাংশ ভেঙে পড়ায় আহত হলেন শতাধিক দর্শক। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷


স্টেডিয়ামে মোট ৩টি গ্যালারি রয়েছে ৷ প্রত্যেক গ্যালারিতে প্রায় ৫০০০ দর্শক বসার সুযোগ রয়েছে ৷ সোমবার কবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধনের ঠিক আগের মুহূর্তে এমন দুর্ঘটনা ঘটে তেলেঙ্গানার সূর্যপেটে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি ৷ আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালরা প্রত্যেকে নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে ৷ কাঠ এবং অন্যান্য জিনিস দিয়ে তৈরি গ্যালারি খুব একটা মজবুত ছিল না বলেই আশঙ্কা করা হচ্ছে ৷ তবে তদন্তের পরেই জানা যাবে দুর্ঘটনার আসল কারণ৷


স্থানীয় সূত্রে খবর, সূর্যপেটের স্টেডিয়ামে এখন প্রত্যেক স্ট্যান্ডে প্রায় ৫০০০ জন করে বসে খেলা দেখতে পারেন। আর অফিস গ্রাউন্ডের মোট দর্শকাসন করা হয়েছে ১৫,০০০। দুর্ঘটনার পরই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁদের হায়দরাবাদে স্থানান্তরিত করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৫০০ খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন।



জানা গিয়েছে, তেলঙ্গানার সূর্যপেটে এসপি অফিস গ্রাউন্ডে ৪৭ তম জুনিয়র ন্যাশনাল কবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। সেই কবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ছিল সোমবার। সেই উপলক্ষে বিশাল সংখ্যক দর্শক এদিন অফিস গ্রাউন্ডে উপস্থিত হয়েছিলেন। এমন সময় আচমকাই ভেঙে পড়ে স্ট্যান্ড। যার জেরে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মর্মান্তিক সেই ভিডিওতে দেখা যাচ্ছে, খেলা চলাকালীন আচমকা স্টেডিয়ামের ওপরের একটি স্ট্যান্ড ভেঙে পড়ছে। গোটা স্টেডিয়াম জুড়ে তখন আতঙ্ক আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।