কলকাতা: গয়নাপ্রেমীদের জন্য সুখবর। আরও কমল সোনার দাম। সেই সঙ্গে কমেছে রুপোর দামও। এই নিয়ে পরপর দুদিন কমল সোনা ও রুপোর দাম।
সোমবার ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭,২১০ টাকা হয়েছে। গতকাল যে দামটা ছিল ৪৭,২২০ টাকা। তার আগের দিন অর্থাৎ ২০ মার্চ ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি দশ গ্রামে ৪৭ হাজার ২৩০ টাকা। অর্থাৎ পরপর দুদিন কমল সোনার দাম। ২২ ক্যারাট সোনার দামও কমেছে। সোমবার ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৪,৫৪০ টাকা। রবিবার যে দামটা ছিল প্রতি দশ গ্রামে ৪৪,৫৫০ টাকা। ২০ মার্চ দামটা ছিল প্রতি দশ গ্রামে ৪৪,৫৬০ টাকা।
গুডরিটার্ন ওয়েবসাইট অনুযায়ী, রূপোর দাম কমে হয়েছে, প্রতি কেজি ৬৬,৬০০ টাকা। একদিনের ভেতর যে দামটা কমেছে ৯০০ টাকা। রবিবার, ২১ মার্চ প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৭ হাজার ৫০০ টাকা। তার আগের দিন অর্থাৎ ২০ মার্চও সেই দামই ছিল প্রতি কেজি রুপোর। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম সামান্য কমেছে।
'নেতাজি ও ইন্দ্রজিৎ আমার স্মরণীয় চরিত্র, এই স্বীকৃতি বাংলা ছবির জয়'
২০২০ সালের অগাস্ট থেকে ধরলে সোনার দাম প্রায় ১১ হাজার টাকা কমেছে। ওই সময় সোনার দাম প্রতি দশ গ্রামে ৫৭,০০৮ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গত সপ্তাহের পুরো সময় জুড়েই সোনার দাম ওঠা-নামা করেছিল। আন্তর্জাতিক মূল্যের ঘুরে দাঁড়ানোর কারণেই এই ওঠা-নামা। সোনার দাম কর ও শুল্ক ও বিভিন্ন গহনার দোকানে মেকিং চার্জের কারণে বিভিন্ন রাজ্যে হেরফের হয়।
২২ ক্যারেট সোনার দাম ৫০ হাজার টাকা থেকে অনেকটা কমায় সারা দেশজুড়েই কেনাকাটা ও চাহিদা বেড়েছে। কলকাতার এক হোলসেলার বলেছেন, বর্তমান দামে ক্রেতারা খুশি। এজন্য খুচরো ক্রেতাদের মধ্যে চাহিদা বেড়েছে। তবে সমগ্র মার্চ মাস জুড়েই সোনা ও রূপোর দামে ওঠা-নামা থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সামনেই বিয়ের মরসুম। তার আগে সোনা-রুপোর দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। অনেকেই আগে থেকে গয়না কিনে রাখার পরিকল্পনা করছেন।