মুম্বই: জল্পনা চলছিলই। অবশেষে তাতে সিলমোহর পড়ল বৃহস্পতিবার। ইংল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নিলেন ব্রেন্ডন ম্যাকালাম। সেই সঙ্গে এ-ও নিশ্চিত হয়ে গেল যে, পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে শ্রেয়স আইয়ারদের হেড কোচ হিসাবে দেখা যাবে নতুন কাউকে।


তিনি দুই মরসুম ধরে কলকাতা নাইট রাইডার্সের (KKR) কোচ। কীভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) সেরা ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli) থামানো যাবে বা আটকে দেওয়া যাবে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হিটম্যান রোহিত শর্মাকে (Rohit Sharma), সেই অঙ্ক কষেন। সেই ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) এবার সরাসরি টিম ইন্ডিয়াকে (Team India) হারানোর লড়াইয়ে নামবেন। আরসিবি বা মুম্বই, সিএসকে নয়, কীভাবে ভারতের জাতীয় দলকে বাইশ গজের লড়াইয়ে নাস্তানাবুদ করা যায়, সেই কৌশল তৈরি করবেন।


নতুন দায়িত্ব


ম্যাকালামকে জাতীয় দলের কোচ করার জন্য উঠে পড়ে লেগেছিল ইংল্যান্ড। ইংল্যান্ড টেস্ট দলকে ঢেলে সাজানো চলছে। অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার হাতে ০-৪ লজ্জার হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ক্রিস সিলভারউড। তারপরই টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন জো রুট। তাঁর পরিবর্তে টেস্টে অধিনায়ক করা হয়েছে বেন স্টোকসকে। অন্তর্বর্তী সময়ের জন্য কোচ হয়েছিলেন পল কলিংউড। স্থায়ী কোচ হিসাবেও নতুন কাউকে দায়িত্ব দেওয়ার তোড়জোড় শুরু হয়। দৌড়ে ছিল বেশ কয়েকটি নাম। যাঁদের মধ্যে ছিল ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের নামও। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছিল যে, পল কলিংউডও রয়েছেন দৌড়ে।


তবে ইংল্যান্ডের প্রথমসারির সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, ব্রেন্ডন ম্যাকালাম নিজে ইংল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী। অবশেষে সেটাই ঠিক হল।


আসন্ন নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড সিরিজে ব্রিটিশদের দলের কোচিং দায়িত্ব নিয়ে নতুন ইনিংস শুরু করবেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম। জুন মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড দল। প্রথম টেস্ট লর্ডসে ২-৬ জুন অনুষ্ঠিত হবে। পরের টেস্ট ১০-১৪ জুন এবং তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩-২৭ জুন। কলকাতার কোচিংয়ের দায়িত্ব ছাড়তে হবে তাঁকে। ফলে নাইটদেরও নতুন কোচের খোঁজ শুরু করতে হবে।


১-৫ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত সিরিজের টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে রোহিত-বিরাট-শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে অঙ্ক কষতে দেখা যেতে পারে শ্রেয়সদেরই কোচকে।