নয়াদিল্লি:  বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাটেই তাঁর ঝলমলে ধারাবাহিকতাই এর প্রমাণ। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। তবে মাস্টার-ব্লাস্টার সচিনের তেন্ডুলকরের এমন এক রেকর্ড রয়েছে, যার এখনও অন্য ব্যাটসম্যান কার্যত ধরাছোঁয়ার বাইরে। এই রেকর্ড ভাঙা তো দূরের কথা , কাছাকাছি  পৌঁছতেও দেখা যাচ্ছে না কাউকে। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার ব্রেট লি মনে করেন, কোহলি যদি এভাবেই খেলতে থাকেন, তাহলে আগামী কয়েক বছরে সচিনের ওই রেকর্ড ভেঙে দিতে পারেন।


গত ১১ বছরে কোহলি যেভাবে একের পর এক সেঞ্চুরি ও রান করে আসছেন, তা দেখে  অনেকেই মনে করেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের একশ শতরানের রেকর্ড কেউ যদি ভাঙতে পারেন, তাহলে তিনিই পারবেন। দীর্ঘ ২৪ বছরের কেরিয়ারে সচিন একদিনের ক্রিকেটে ৪৯ এবং টেস্টে ৫১ টি শতরান করেছেন।

২০০৮-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোহলির। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন তিনি। সেইসঙ্গে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৭০। এরমধ্যে একদিনের ক্রিকেটে ৪৩ এবং টেস্টে ২৭ টি সেঞ্চুরি রয়েছে কোহলির। ৫০ ওভারের ফরম্যাটে সচিনের রেকর্ড থেকে খুব বেশি দূরে নেই কোহলি। কিন্তু ১০০ শতরানে পৌঁছনো কিন্তু খুব একটা সহজ নয়।
ফাস্ট বোলার ব্রেট লি মনে করেন, কোহলি সচিনের ওই রেকর্ড ভেঙে দিতে পারেন। কিন্তু তা তিনটি বিষয়ের ওপর নির্ভর করবে-প্রতিভা, ফিটনেস ও মানসিক দৃঢ়তা। ব্রেট লি মনে করেন, এই তিনটি গুণই কোহলির রয়েছে।

প্রাক্তন অসি পেসার বলেছেন, আমার মনে হয় যে কোহলির এই তিনটি গুণ রয়েছে এবং ও সচিনের রেকর্ড টপকে যেতে পারে। কিন্তু আমরা সচিনের কথা বলছি। আর কেউ ঈশ্বরকে কীভাবে অতিক্রম করতে পারে। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে।

ব্রেট লি বলেছেন, আগামী ৭-৮ বছর কোহলি যদি এভাবে খেলতে পারেন, তাহলে তিনি নিশ্চিতভাবে সচিনের ওই রেকর্ড ভেঙে দিতে পারেন।