মুম্বই: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের জীবন নিয়ে তৈরি ছবি দেখার জন্য মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। তিনি বলেছেন, ক্রিকেটারদের জীবন অবলম্বনে ছবি হচ্ছে দেখে ভাল লাগছে। সচিনের বায়োপিক দেখার অপেক্ষায় আছি। এই ছবিটা দেখার জন্য আমার আগ্রহ বেশি। কারণ, সচিন একজন মহান খেলোয়াড় এবং ভাল মানুষ।

 

জেমস আর্সকিন পরিচালিত ‘সচিন: এ বিলিয়ন ড্রিমস’ ছবিতে স্বয়ং মাস্টার ব্লাস্টার এবং তাঁর পুত্র অর্জুন অভিনয় করেছেন। ছবিটি কবে মুক্তি পাবে, সেটা এখনও জানা যায়নি।

 

সম্প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক ‘আজহার’ মুক্তি পেয়েছে। ভারতের একদিনের ও টি-২০ দলের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবন নিয়েও ছবি তৈরি হয়েছে। ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত।

 

ব্রেট লি নিজেও অভিনয় করছেন। অনুপম শর্মা পরিচালিত ছবি ‘আনইন্ডিয়ান’ ১৯ অগাস্ট ভারতে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে ব্রেট লি-র বিপরীতে অভিনয় করেছেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।