বাবা হলেন হরভজন সিংহ
Web Desk, ABP Ananda | 28 Jul 2016 12:14 PM (IST)
মুম্বই: কন্যাসন্তানের জনক হলেন ক্রিকেটার হরভজন সিংহ। তাঁর অভিনেত্রী স্ত্রী গীতা বসরা লন্ডনের একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন। হরভজন বা গীতা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে হরভজনের মা অবতার কউর এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি ভিসা সমস্যার জন্য লন্ডনে যেতে পারেননি। তবে হরভজন কয়েকদিন আগেই স্ত্রীর পাশে থাকার জন্য লন্ডনে উড়ে গিয়েছেন। কয়েক বছর ধরে প্রেমপর্ব চলার পর গত বছরের ২৯ অক্টোবর হরভজন ও গীতার বিয়ে হয় পঞ্জাবের জলন্ধরে। গত মাসে গীতার ‘বেবি শাওয়ার’ হয়। এই অভিনেত্রীর পরিবারের লোকেরা ব্রিটেনে থাকেন। সম্ভবত সেই কারণেই লন্ডনে প্রথম সন্তানের জন্ম দিলেন গীতা।