নয়াদিল্লি : সর্বকালীন সেরা দুই ব্যাটারের নাম বলতে বললে অধিকাংশেরই তালিকায় জায়গায় করে নেবেন তাঁরা দু'জন। একজন কিংবদন্তি সচিন তেণ্ডুলকর ও অপরজন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। নিজেদের কেরিয়ারে তাঁরা একাধিক রেকর্ড ভেঙেছেন। যার মধ্যে এখনও অনেকগুলো রেকর্ড অক্ষত আছে। টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে সর্বাধিক রান রয়েছে সচিনের সংগ্রহে। টেস্টে ১৫,৯২১ এবং একদিনে ১৮,৪২৬। অন্যদিকে, টেস্টে কোনও ব্যাটারের সর্বোচ্চ রান ৪০০-র মালিক লারা। প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বোচ্চ ৫০১ রান করেছিলেন তিনি। লারা বরাবর সচিনের ব্যাটিংয়ের ভক্ত। একইভাবে ,সচিনও বরাবর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন লারাকে। । যদিও লারা বলছেন, 'তিনি বা 'মাস্টার ব্লাস্টারের' থেকেও আরও সহজাত প্রতিভা অন্য কেউ। ' ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি বলছেন, যদি প্রতিভার কথা বলতে হয় তাহলে তাঁর চোখে সেরা খেলোয়াড় হচ্ছেন তাঁর প্রাক্তন সঙ্গী কার্ল হুপার।
নতুন বইয়ে লারা যা লিখেছেন তা উদ্ধৃত করেছে ESPNcricinfo। লারা বলেছেন, 'আমার দেখা অন্যতম সেরা খেলোয়াড় কার্ল। আমি বলব, ওঁর প্রতিভার কাছে আমি বা তেণ্ডুলকর কেউ আসব না। কার্লের খেলা থেকে অধিনায়কত্বকে আলাদা করে দিন। ওঁর সংখ্যা একদম আলাদা। অধিনায়ক হিসাবে ওঁর গড় ছিল ৫০। কাজেই, ওই দায়িত্বটা উপভোগ করতেন। তবে এটা দুঃখজনক যে, অধিনায়ক হিসাবেই কার্ল নিজের প্রকৃত ক্ষমতা প্রমাণ করতে পেরেছেন।'
এমনকী লারা এও বলেছেন, অপর এক কিংবদন্তি ব্যাটার ভিভিয়ান রিচার্ড তাঁর থেকেও হুপারকে বেশি ভালবাসতেন।
সম্প্রতি লারা ইংল্যান্ড ও ভারত থেকে দু'জন করে খেলোয়াড় বেছে নিয়েছেন। যাঁরা টেস্টে তাঁর ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন বলে মনে করছেন। দ্য ডেইলি মেলকে লারা বলেন, 'আমার সময়ে যে খেলোয়াড়ারা চ্যালেঞ্জ জানিয়েছিলেন বা এককথায় বলতে গেলে ৩০০ রানের গণ্ডি পার করে গিয়েছিলেন তাঁরা হলেন- বীরেন্দ্র সহবাগ, ক্রিস গেইল, ইনজামাম-উল-হক ও সনৎ জয়সূর্য। ওঁরা প্রচণ্ড আগ্রাসী খেলোয়াড় ছিলেন।'
তাঁর সংযোজন, 'আজ কতজন আগ্রাসী খেলোয়াড় খেলছেন ? বিশেষ করে ইংল্যান্ড টিমে- জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুক। আর ভারতীয় দলে ? যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল। ওঁরা যদি সঠিক পরিস্থিতি পান, তাহলে রেকর্ড ভেঙে দিতে পারেন। ওঁরা দু'জনেই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।