এজবাস্টন: তিনি ভারতীয় দলের তারকা পেসার। বল হাতে রেকর্ড ভাঙা-গড়া যেন তাঁর বাঁ হাতের খেল। কিন্তু ব্যাট হাতে রেকর্ড গড়েছেন বুমরা (Jasprit Bumrah)? এমনটা কানে এলে অবাক হতেই হয়। কিন্তু ঠিক সেই কাজটাই গতকাল করে ফেলেছেন বুমরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান করেছেন ব্যাট হাতে। তাও আবার বিশ্বের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) ওভারে। ১ ওভারে ২৯ রান তুলে বিশ্বরেকর্ড গড়েছেন বুমরা। আর এই রেকর্ড গড়ার পথেই তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তী ব্রায়ান লারার রেকর্ড। নতুন রেকর্ডের মালিককে এরপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে ভোলেননি ত্রিনিদাদের রাজপুত্র। 


শুভেচ্ছা বার্তায় কী জানিয়েছেন লারা?


লারা তাঁর সোশ্যাল মিডিয়ায় বুমরাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ''টেস্টে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড ভাঙার জন্য তরুণ জসপ্রীত বুমরাহকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিন। খুব ভালো!'' 


 






কীভাবে হল রেকর্ড?


এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে ২৯ রান তুললেন বুমরা। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত এক ওভারে ওঠা সর্বোচ্চ রান। এর আগে ব্রায়ান লারা ছিলেন এই রেকর্ডের মালিক। ২০০৩-০৪ মরসুমে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান তুলেছিলেন লারা।


অস্ট্রেলিয়ার জর্জ বেইলিরও টেস্টে এক ওভারে ২৮ রান নেওয়ার রেকর্ড রয়েছে। তবে লারার চেয়ে বাউন্ডারি কম মেরেছিলেন বলে তালিকায় তিনি তৃতীয়। ব্রডের অবশ্য দুর্গতির এখানেই শেষ নয়। তিনি ওই ওভারেই ৬ রান অতিরিক্ত হিসাবে দেন। সব মিলিয়ে ব্রডের ওই ওভারে ৩৫ রান ওঠে। উল্লেখ্য, এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের এক ওভারে যুবরাজ সিংহ ৩৬ রান তুলেছিলেন। সেটিও ছিল বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতেও এখনও পর্যন্ত ১ ওভারে সর্বোচ্চ রান খরচ করেছেন ব্রড।


আরও পড়ুন: "বাবা-মায়েদের দৃষ্টিভঙ্গি বদলেছে, পুল্লেলা গোপীচন্দের সাফল্যকেও ছাপিয়ে যাক আগামী প্রজন্ম"