Brian Lara on Indian Team: বৃষ্টি না হলে হেডিংলেতে ভারতই জিতছে, পূর্বাভাস লারার

India vs England Test Series: মঙ্গলবার লারা বিরাট কোহলির ভারতীয় দলকে সমর্থন করে ট্যুইট করেন।

Continues below advertisement

লিডস: হেডিংলেতে বৃষ্টি বাদ না সাধলে জিতবে ভারত। বিরাট কোহলিরা (Virat Kohli) এগিয়ে যাবেন ২-০ ব্যবধানে। পূর্বাভাস এক প্রাক্তন ক্রিকেটারের।

Continues below advertisement

কিন্তু নড়চড়ে বসতে হয়, যদি সেই প্রাক্তন ক্রিকেটারের নাম হয় ব্রায়ান চার্লস লারা (Brian Lara)। কিংবদন্তি সাফ জানিয়ে দিলেন যে, বৃষ্টি না হলে তৃতীয় টেস্টে ভারতই জিতবে।

মঙ্গলবার লারা বিরাট কোহলির ভারতীয় দলকে সমর্থন করে ট্যুইট করেন। লেখেন, 'টেস্ট ক্রিকেট বেঁচে রয়েছে। লর্ডসে দারুণ একটা ম্যাচ হয়েছিল। ভারতের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দুর্দান্ত লড়াই ও বোলারদের অনবদ্য পারফরম্যান্সের আগে পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচ ইংল্যান্ডের। ছন্দ পেয়ে গিয়েছে ভারত। বৃষ্টি না হলে আমার মনে হচ্ছে ভারত ২-০ এগিয়ে যাবে। এগিয়ে চলো ভারত।'

হেডিংলের বাইশ গজ দেখে চমকে উঠেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে প্রথম একাদশ সাজাতে গিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পথ বেছে নিয়েছেন ভারত অধিনায়ক।

মঙ্গলবার জুম কলে হেডিংলে থেকে কোহলি বললেন, 'লিডসের পিচ দেখে অবাক হয়েছিলাম। ভেবেছিলাম আরও ঘাস থাকবে। কিন্তু পিচ সেরকম সবুজ দেখলাম না।' আর অশ্বিনকে (R Ashwin) কি দেখা যাবে? কোহলি বলছেন, 'আমরা বুধবার ম্যাচের দিন সকাল পর্যন্ত দেখে তারপর চূড়ান্ত দল ঠিক করব।' তবে উইনিং কম্বিনেশন খুব বেশি বদলানোর পক্ষপাতী নন কোহলি। 'দলে পরিবর্তনের সম্ভাবনা কম, শুধু চোট আঘাতগুলো একটু দেখে নিতে হবে,' বলছেন বিরাট।

ট্রেন্ট ব্রিজে ভারত ও জয়ের সুযোগের মধ্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। যা নিয়ে এখনও আক্ষেপ রয়েছে বিরাটের। বলছেন, 'প্রথম টেস্টে পঞ্চম দিনের খেলা বৃষ্টির জন্য না হওয়ায় হতাশ হয়েছিলাম। আমাদের জেতার সুযোগ ছিল। দ্বিতীয় টেস্টে অবশ্য সেই সুযোগ কাজে লাগিয়েছি। আমরা প্রমাণ করেছি যে, জেতার সুযোগ থাকলে ঝাঁপাবই।'

লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আইপিএলে যিনি কোহলির নেতৃত্বেই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। বিরাট বলছেন, 'মহম্মদ সিরাজকে কাছ থেকে দেখেছি। ওর সাফল্যে দারুণ খুশি। ওর মুখেই আগ্রাসন প্রতিফলিত হয়।'

ভারতীয় পেসারদের ভয়! লিডসের পিচে ঘাস উধাও, হতবাক কোহলিও

Continues below advertisement
Sponsored Links by Taboola