হারারে: একদিনের সিরিজের তৃতীয় ম্যাচেও সহজেই জিতে জিম্বাবোয়ের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করল ভারতীয় দল।
এদিন একপেশে ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে অল্প রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ের ব্যাটিং লাইন আপ। ৪২.২ ওভারে মাত্র ১২৩ রানেই শেষ হয়ে গেল গ্রেম ক্রেমারের দল। ভারতের উদীয়মান পেসার যশপ্রীত বুমরাহ মাত্র ২২ রানে ৪ উইকেট নিয়ে প্রায় একার হাতে বিপক্ষকে গুঁড়িয়ে দেন। বুমরাহর পাশাপাশি দুই স্পিনার যজুবেন্দ্র চাহাল এবং অক্ষর পটেলও ভাল বল করেন।
রান তাড়া করতে নেমে ভারতের দুই তরুণ ওপেনার লোকেশ রাহুল (অপরাজিত ৬৩) এবং এদিনই অভিষেক হওয়া ফৈয়জ ফজলকে (অপরাজিত ৫৫) কোনও অসুবিধায় পড়তে হয়নি। মাত্র ২১.৫ ওভারের মধ্যেই বিপক্ষের রান টপকে যায় ভারত।
প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজের দখল নিয়েছিল ভারত। তৃতীয় তথা শেষ ম্যাচও জেতা শুধু সময়ের অপেক্ষা ছিল। বিদেশের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার গৌরব অর্জন করল মহেন্দ্র সিংহ ধোনির দল।
এদিন ম্যাচের শুরুটা দেখে অবশ্য বোঝা যায়নি, এত কম রানে শেষ হয়ে যাবে জিম্বাবোয়ে। দ্রুত রান তুলতে না পারলেও, ভদ্রস্থ রানের দিকেই এগিয়ে যাচ্ছিলেন ভুসি সিবান্দা (৩৮), চামু চিভাভা (২৭)। কিন্তু ৩২.৪ ওভারে ৩ উইকেটে ১০৪ থেকে ৩৪.৩ ওভারের মধ্যে ৮ উইকেটে ১০৮ হয়ে যায় জিম্বাবোয়ে। মাত্র ১১ বলে পাঁচ উইকেট হারায় তারা। পরপর চার বলে চার ব্যাটসম্যান ফিরে যান। এর মধ্যে একটি রান আউট। আগের দুটি ম্যাচেও এভাবেই হঠাৎ ধস নেমেছিল জিম্বাবোয়ের ইনিংসে। এদিনও সেটাই হল।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
বুমরাহর দাপটে ১২৩ রানেই শেষ জিম্বাবোয়ে, ১০ উইকেটে জিতে হোয়াইট ওয়াশ ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2016 11:05 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -