মুম্বই: পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি। তাঁকে বিশ্রাম দিয়ে উমেশ যাদবকে দলে অন্তর্ভুক্ত করেছিলেন জাতীয় নির্বাচকেরা। যদিও তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে উদ্বেগ ছিলই জাতীয় দলের অন্দরে। কেউ কেউ এমনও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, অস্ত্রোপচার করাতে হলে তাঁকে না বেশ কিছুদিন মাঠের বাইরেই কাটাতে হয়।


তবে বিরাট কোহলি-রবি শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট স্বস্তি পেতে পারে। কারণ, জাতীয় দলের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরাহর পিঠে অস্ত্রোপচারের প্রয়োজন নাও হতে পারে।

পিঠের চোটের চিকিৎসার জন্য সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন বুমরাহ। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চোটের জায়গাটি পরীক্ষা করেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, তারকা পেসারের পিঠে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন লন্ডনের বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ব্যয়ামের মাধ্যমেই সেরে উঠবেন বুমরাহ। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ওর পিঠ দ্রুত সেরে উঠছে। এমনিই সেরে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দৌড় ও হাল্কা ব্যয়াম শুরু করেছে। দীপাবলির পর জাতীয় দলের ফিজিও নীতিন পটেল ওর পিঠের চোট পরীক্ষা করে দেখবেন। এর আগেও ওর স্ট্রেস ফ্র্যাকচার হয়েছিল আর তা আপনা হতেই সেরে গিয়েছিল।’

বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, সামনে নিউজিল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় একশো শতাংশ সুস্থ বুমরাহকে পেতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। তাই বিশেষজ্ঞদের মতামত নিতে তাঁকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল।