মিউনিখ: করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বের যাবতীয় খেলা। আজ থেকে ফের শুরু হচ্ছে জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা। প্রথমদিন ৬টি ম্যাচ হওয়ার কথা। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে শালকের। এই ডার্বি দেখতে স্টেডিয়ামে সাধারণত ৮০ হাজার দর্শক হাজির থাকেন। কিন্তু আজ কোনও দর্শককেই মাঠে ঢুকতে দেওয়া হবে না। বুন্দেশলিগার সব ম্যাচই আপাতত চলবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তিনটি পরিবর্তনের বদলে সব দলকে পাঁচজন ফুটবলার বদল করার অনুমতি দেওয়া হচ্ছে।


জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৭৬ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৮,০০১। এরই মধ্যে শুরু হচ্ছে ফুটবল। করোনা মোকাবিলায় মাঠে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা রাখা হচ্ছে। চিকিৎসক, স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মী, নিরাপত্তারক্ষী ও সাংবাদিক ছাড়া কারও প্রবেশাধিকার থাকছে না।

ডর্টমুন্ডের পেশাদার ফুটবলারদের সংস্থার প্রধান সেবাস্তিয়ান কেহল জানিয়েছেন, ‘এটাই সবচেয়ে অস্বাভাবিক ডার্বি হতে চলেছে। এই ম্যাচের সঙ্গে দর্শক, তাঁদের আবেগ, মাঠের উত্তেজক পরিবেশ জড়িয়ে থাকে। কিন্তু এবার সেসব কিছুই থাকবে না।’

ডর্টমুন্ডের মেয়র উলরিখ সিয়েরাউ জানিয়েছেন, ‘রাজনৈতিক উদ্দেশে কাউকে এই ডার্বিকে ব্যবহার করতে দেওয়া হবে না। লকডাউন-বিরোধী মিছিল যাতে স্টেডিয়ামের কাছাকাছি না আসতে পারে, সেটা নিশ্চিত করার জন্য প্রচুর পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। কোনও দর্শককেও স্টেডিয়ামের কাছে যেতে দেওয়া হবে না।’

চলতি বুন্দেশলিগা বন্ধ হওয়া পর্যন্ত শীর্ষে বায়ার্ন মিউনিখ। তাদের ২৫ ম্যাচ খেলে পয়েন্ট ৫৫। সমসংখ্যক ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া। মূলত এই দুই দলের মধ্যেই চ্যাম্পিয়নশিপের লড়াই চলছে। আগামীকাল অ্যাওয়ে ম্যাচে ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হতে চলেছে বায়ার্ন।