কলকাতা: সিএবি-র (CAB) প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে শুক্রবার বড় জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal), ভবানীপুর (Bhawanipur), তপন মেমোরিয়াল, বড়িশা স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড ক্লাব ও স্পোর্টিং ইউনিয়ন।
ইডেন গার্ডেন্সে (eden Gardens) কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। প্রথমে ব্যাট করে লাল-হলুদ শিবির নির্ধারিত ৪৫ ওভারে তুলেছিল ৩০৪/১। দুরন্ত সেঞ্চুরি করেন সুদীপ কুমার ঘরামি ও অঙ্কুর পাল। সুদীপ ১২৫ বলে ১৪৫ রান করে অপরাজিত ছিলেন। অঙ্কুর ১৩০ বলে করেন ১০৬ রান। রান তাড়া করতে নেমে ৪৫ ওভারে ১৪৮/৯ স্কোরে আটকে যায় কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। ইস্টবেঙ্গল বোলারদের মধ্যে শ্রেয়ান চক্রবর্তী ২৬ রান দিয়ে তিন উইকেট নেন।
ক্যালকাটা পোর্ট ট্রাস্টকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে ভবানীপুর। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথমে ব্যাট করে পোর্ট ট্রাস্ট তোলে ১৯৪/৮। ১৬ রান পেনাল্টি হিসাবে পায় তারা। সওয়ন সিংহ ৭৯ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন। তিনিই পোর্টের সর্বোচ্চ স্কোরার। আমির গনি ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভবানীপুর। অভিষেক রামন ১১১ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন।
আরও পড়ুন: ড্রেসিংরুমে আমাদের ভয় কাটিয়ে দিয়েছিল, হরভজনকে নিয়ে আর কী বললেন রাহুল?
ওয়াইএমসিএ মাঠে ভূকৈলাস স্পোর্টিং ক্লাবকে ৬০ রানে হারিয়েছে ইউনাইটেড ক্লাব। প্রথমে ব্যাট করে ইউনাইটেড ক্লাব তোলে ১৬৫/৯। পার্থ পালাওয়াত ৫৩ রান করেন। জবাবে ব্যাট করেতে নেমে ভূকৈলাস মাত্র ১০৫ রানে অল আউট হয়ে যায়। ঋষভ চৌধুরী ৩৭ রানে ৪ উইকেট নিয়েছেন।
ভিডিওকন অ্যাকাডেমির মাঠে বেলগাছিয়া ইউনাইটেডকে ৩৯ রানে হারিয়েছে স্পোর্টিং ইউনিয়ন। প্রথমে ব্যাট করে স্পোর্টিং ইউনিয়ন তোলে ২১৬/৮। ঐশিক পটেল ৬৭ রান করেন। জবাবে বেলগাছিয়া ১৭৭ রানে অল আউট হয়ে যায়। অভিষেক চৌধুরী (৫৩) ছাড়া আর কেউই রান পাননি।
কালীঘাট মাঠে ৮ উইকেটে জিতেছে বড়িশা। দক্ষিণ কলকাতা সংসদ প্রথমে ব্যাট করে ১১০ রানে অল আউট হয়ে যায়। কাজি জুনেইদ সইফি ১৬ রানে ৩ উইকেট নেন। জবাবে মাত্র ১০.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বড়িশা। ঋত্বিক রায়চৌধুরী ৩৩ বলে অপরাজিত ঝোড়ো ৭০ রান করেন।
দেশবন্ধু পার্কে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ৯৬ রানে হারিয়েছে তপন মেমোরিয়াল। প্রথমে ব্যাট করে তপন মেমোরিয়াল তুলেছিল ৩৩৯/৫। গৌরব চহ্বান ৯৩ বলে অপরাজিত ১২২ রান করেন। ৫৯ বলে ৮০ রান কাইফের। জবাবে ২৪৩ রানে অল আউট হয়ে যায় পুলিশ এসি।
দ্বিতীয় ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে বালিগঞ্জ স্পোর্টিং হারিয়েছে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনকে, ফ্রেন্ডস স্পোর্টিং ইউনিয়ন হারিয়েছে মেসারার্স ক্লাবকে, বার্নপুর ক্রিকেট ক্লাব হারিয়েছে আলিপুর স্পোর্টিং ক্লাবকে, ক্যালকাটা ক্রিকেট ক্লাব হারিয়েছে জোড়াবাগান ক্লাবকে, গ্রিয়ারকে হারিয়েছে জিমখানা এবং হাওড়া স্পোর্টিংকে হারিয়েছে ওয়াইএমসিএ (চৌরঙ্গী শাখা)।