কলকাতা: করোনা অতিমারিতে জবুথবু গোটা বিশ্ব। কোভিড কাঁটায় বিদ্ধ বাংলাও। প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও নেহাত কম নয়। তার ওপর বাংলাকে সামলাতে হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের দাপট। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
করোনা ও ইয়াস পরবর্তী পরিস্থিতিতে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি অনুমোদিত দুই ক্লাব। শ্যামবাজার ও ওয়াইএমসিএ। শ্যামবাজার ক্লাব ও চন্দ্রনাথ চট্টোপাধ্যায় মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষ থেকে ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের মায়াচর গ্রামের বাসিন্দাদের খাদ্যসামগ্রী ও অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়া হল। শনিবার ক্লাবের একটি প্রতিনিধি দল মায়াচর গ্রামে গিয়েছিল। সেখানে প্রায় ১ হাজার মানুষের হাতে খাদ্যসামগ্রী, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস তুলে দেওয়া হয়।
পাশাপাশি অভিনব উদ্যোগ নিয়েছেন ওয়াইএমসিএ ক্লাবের কর্তারাও। অতিমারি এবং লকডাউনের কারণে ময়দানে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলো। বিপাকে পড়েছেন ময়দানের প্রতিটা ক্লাবের মাঠকর্মীরা। তাই ময়দানের প্রতিটা ক্লাবের মাঠকর্মীদের পাশে দাঁড়ালেন ওয়াইএমসিএ কর্তারা। শুক্রবার প্রত্যেক ক্লাবের মাঠকর্মীদের হাতে তাঁরা চাল, ডাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। পাশাপাশি করোনা পরিস্থিতিতে সুরক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠা মাস্কও বিতরণ করা হয় মালিদের মধ্যে। হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সহ সিএবি পর্যবেক্ষকদের কমিটির অন্যতম সদস্য শ্রীমন্ত কুমার মল্লিক ও বাংলার প্রাক্তন অধিনায়ক এবং অনূর্দ্ধ ১৯ কোচবিহার ট্রফি জয়ী বাংলার কোচ প্রণব কুমার নন্দী।
এসবের মধ্যে ইতিবাচক খবর বলতে, রাজ্যে ক্রমশ কমছে সংক্রমণ। পাঁচ হাজারেরও নীচে নেমে গিয়েছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্য়ে গত ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৪,৮৮৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৪৮,১০৪ জন। ১১ জুনের হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনার অ্যাক্টিভ কেস ১৫,১৯২ জন।