কলকাতা: এবার ঘরোয়া ক্রিকেটে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সূত্রের খবর, ভাল পারফরমেন্স সত্ত্বেও দলীপ ট্রফির দল থেকে মনোজ তিওয়ারি কেন বাদ, তা জানতে চেয়ে বোর্ড সচিব অজয় শিরকে-কে চিঠি দিয়েছেন তিনি৷

 

ক্রিকেটজীবনে বারবার ক্রিকেট রাজনীতির কোপে পড়তে হয়েছিল সৌরভকে৷ এবার ক্রিকেট-প্রশাসক হিসেবে সেই ক্রিকেট-রাজনীতির বিরুদ্ধেই সরব তিনি৷

 

গোলাপী বলে সম্পূর্ণ নতুন ফরম্যাটে এবার খেলা হচ্ছে এবারের দলীপ ট্রফি৷ ৪৭ জন ক্রিকেটারকে নিয়ে গড়া হয়েছে তিনটি দল৷ ইন্ডিয়া গ্রিন, ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া রেড৷ অথচ, আশ্চর্যজনকভাবে সেই তালিকা থেকে বাদ মনোজ৷ প্রথম শ্রেণির ক্রিকেটে যাঁর ৭০০-র কাছাকাছি রান৷ গতবারের দলীপ ট্রফিতেও শতরান এসেছিল যাঁর ব্যাট থেকেই৷ তিনটি দলের একটিতেও তাঁর নাম নেই৷

 

ভারতীয় ক্রিকেটে এই নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলে দিলেন সিএবি সভাপতি৷ সূত্রের খবর, বোর্ড সচিবকে লেখা চিঠিতে সৌরভ প্রশ্ন তুলেছেন, কীসের ভিত্তিতে দলীপ ট্রফির দল নির্বাচন হয়েছে? গতবার যাঁর ভাল পারফরমেন্স ছিল, কেন বাদ সেই মনোজ? তাঁর স্পষ্ট কথা, নির্বাচন পদ্ধতির দিকে নজর দেওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের৷