নিউ ইয়র্ক: ইউএস ওপেনে প্রথম ছাদ ঢাকা কোর্টের ম্যাচে সহজ জয় পেলেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি স্ট্রেট সেটে ইতালির আন্দ্রিয়া সেপ্পিকে হারিয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা। নাদালের পক্ষে ম্যাচের ফল ৬-০, ৭-৫, ৬-১।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচে জয় পাওয়ার পর নাদাল বলেছেন, ‘ছাদ ঢাকা কোর্টে প্রথম খেলোয়াড় হিসেবে জয় পেয়ে ভাল লাগছে। আমিই প্রথম সেন্টার কোর্টের উপরের আচ্ছাদন ঢাকা অবস্থায় জয় পেলাম। ছাদ ঢাকা এবং খোলা অবস্থার মধ্যে বিশেষ কোনও পার্থক্য নেই। তাছাড়া ছাদ এত উঁচুতে যে বোঝাই যায়নি সেটা ঢাকা রয়েছে। কোর্ট অবিশ্বাস্য রকমের ভাল।’
এই ম্যাচে সহজ জয় পেলেও, সেরা ছন্দে দেখা যায়নি নাদালকে। বিশেষ করে ফোরহ্যান্ড শট খেলার সময় তাঁর আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছিল। যদিও সেটা অল্প সময়ের জন্যই। বেশ কয়েকবার অসাধারণ ফোরহ্যান্ডে পয়েন্ট পেয়েছেন নাদাল। তিনি নিজের খেলায় খুশি। তাঁর মতে, প্রথম রাউন্ডের তুলনায় এই ম্যাচে বেশি আক্রমণাত্মক ছিলেন তিনি। ফোরহ্যান্ড শটে পয়েন্ট পেয়েই ম্যাচ শেষ করেছেন। এটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ফ্লাশিং মিডোয় ছাদ ঢাকা কোর্টে প্রথম ম্যাচে জয় নাদালের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2016 02:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -