কলকাতা: কলকাতা ফুটবল লিগের (CFL 23) সুপার সিক্সে উঠে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। তবে রবিবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে হেরে গিয়েছে সবুজ-মেরুন শিবির। প্রায় এক ঘণ্টা দশ জনের ডায়মন্ড হারবার এফসি-কে পেয়েও গোল করতে পারেনি মোহনবাগান। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছে মোহনবাগান। আগের ম্যাচেই মহমেডানের সঙ্গে ড্র করেছিল সবুজ-মেরুন শিবির। তার পরেই ডায়মন্ড হারবারের কাছে হার।


যা দেখে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ নিজে ডায়মন্ড হারবার এফসি-র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলের এই সাফল্য দেখে উচ্ছ্বিসত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিবু ভিকুনার ছেলেদের সাফল্যের পর উচ্ছ্বসিত অভিষেক এক্স হ্যান্ডলে লিখেছেন, 'ডায়মন্ড হারবার এফসি-র অবিশ্বাস্য জয়। তাও ১০ জনে খেলে। বীরত্বের এক বিস্ময়কর প্রদর্শনী। ছেলেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং কিবু ভিকুনার প্রতিও কৃতজ্ঞ। কারণ আমাদের আকাঙ্খার বাস্তবায়ন করেছেন তিনি। দলের বিশ্বাস বাড়িয়েছেন। যার ফলে আমরা সামনের দিকে নিরলস ভাবে এগিয়ে চলেছি'।


রবিবার ম্যাচের একেবারে শুরুতে ৪২ সেকেন্ডে সুপ্রিয় পণ্ডিতের গোলে এগিয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার। তার পর গোটা ম্যাচ জুড়ে ডিফেন্স সামলে সেই গোল ধরে রাখল। প্রতি আক্রমণে এক-দু'টো সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ম্যাচের ৩৬ মিনিটে দশ জন হয়ে পড়ায় বাড়তি ঝুঁকি না নিয়ে বেশিটা সময়ে রক্ষণ সামলে মোহনবাগানকে গোলের মুখ খুলতে দেয়নি কিবু ভিকুনার দল।


 






মোহনবাগান সুপার সিক্সে গেলেও এই হারের ফলে খেতাব দৌড়ে পিছিয়ে পড়ল। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ২৯ পয়েন্ট মহমেডান এবং ডায়মন্ড হারবারের। সেখানে ২৪ পয়েন্টেই আটকে থাকল মোহনবাগান। এক নম্বরে থাকা ইস্টবেঙ্গলের থেকে ৬ পয়েন্টের পার্থক্য।                                                                       


আরও পড়ুন: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? শ্রীলঙ্কার ঝুলিতে গেল কত অর্থ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন