কলকাতা: ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের শেষ দ্বিপাক্ষিক সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আজই বিসিসিআইয়ের তরফে জানানো হয় যে বুমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্য়াচে মাঠে নামতে পারবেন না। পিঠের চোটের কারণেই বুমরা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।


বুমরার চোট নিয়ে সৌরভের আপডেট


জল্পনা অনুযায়ী বুমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2022) সম্ভবত ভারতের হয়ে খেলতে পারবেন না। বুমরার 'স্ট্রেস ফ্র্যাকচার' হয়েছে বলেই খবর। এর জন্য তাঁকে অস্ত্রোপ্রচার করাতে না হলেও, চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরেই কাটাতে হতে পারে ভারতীয় তারকা বোলারকে। স্বাভাবিকাবেই বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলে ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য তা বিরাট বড় ধাক্কা হতে চলেছে। তবে বুমরা যে এই মাসেই শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না, তা এখনই মানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।


সৌরভ সাফ জানিয়ে দেন, 'বুমরা কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখনও ছিটকে যায়নি।' বিসিসিআই সভাপতি আশা করছেন বুমরা চোট সারিয়ে বিশ্বকাপে মাঠে নামতে পারবেন। এই চোটের জন্যই বুমরা প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তিরুঅনন্তপুরমে না গিয়ে বরং বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই গিয়েছিলেন বলে খবর। সেইখানেই তাঁর চোটের পরীক্ষা নিরীক্ষা করে তার গভীরতা যাচাই করা হবে। সৌরভ জানান আগামী দুই-তিন দিনের মধ্যেই আরও স্পষ্টভাবে বুমরার চোটের বিষয়ে জানতে পারা যাবে।


বুমরার বদলি সিরাজ


বুমরার বদলে চলতি সিরিজে ভারতীয় দলে মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য চোট পাওয়া জসপ্রীত বুমরার বদলি হিসাবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করছে। বুমরার পিঠের চোটে ভুগছেন এবং তিনি বর্তমানে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন।' সিরাজ ভারতের লাল বলের স্কোয়াডের নিয়মিত হলেও, সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি সুযোগ পান না। মাত্র পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। তবে বুমরার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেলেন তিনি।


আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কার মাঝেই ভাইরাল বুমরার পাঁচ বছর পুরনো ট্যুইট