নয়াদিল্লি: আজই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে (IND vs SA T20I Series) আর অংশগ্রহণ করতে পারবেন না জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর পিঠের চোটের জেরেই তিনি প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামতে পারেননি। আর সেই কারণেই বাকি সিরিজেও তাঁর খেলা হচ্ছে না। জল্পনা অনুযায়ী বুমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2022) সম্ভবত ভারতের হয়ে খেলতে পারবেন না।
বুমরার পোস্ট
বুমরার 'স্ট্রেস ফ্র্যাকচার' হয়েছে বলেই খবর। এর জন্য তাঁকে অস্ত্রোপ্রচার করাতে না হলেও, চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরেই কাটাতে হতে পারে ভারতীয় তারকা বোলারকে। স্বাভাবিকাবেই বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলে ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য তা বিরাট বড় ধাক্কা হতে চলেছে। ব্যক্তিগতভাবে বুমরার জন্যও এটি বড়ই হতাশার। তবে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বুমরার পাঁচ বছর পুরনো এক ট্যুইট ভাইরাল হয়েছে। ২০১৭ সালে বুমরার করা সেই ট্যুইটের ক্যাপশনে ভারতের তারকা বোলার লেখেন, 'ফিরে আসার আনন্দটা সব সময়ই হতাশার গ্লানি থেকে অনেক বড়।'
বিসিসিআইয়ের বিবৃতি
এমন কঠিন সময়ে নিঃসন্দেহে এই লাইনটি মনে করলে বুমরাও নিজের মনে মনে চোট সারিয়ে দুরন্তভাবে ফিরে জন্য উদ্বুদ্ধই হবেন। তবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও সরকারিভাবে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই বিসিসিআইয়ের তরফে জানানো হয় মঙ্গলবার অনুশীলনে বুমরা পিঠে ব্যথা নিয়ে অভিযোগ জানান। তিনি সেই কারণেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি। এবার গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হল তাঁকে।
বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য চোট পাওয়া জসপ্রীত বুমরার বদলি হিসাবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করছে। বুমরার পিঠের চোটে ভুগছেন এবং তিনি বর্তমানে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন।' সিরাজ ভারতের লাল বলের স্কোয়াডের নিয়মিত হলেও, সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি সুযোগ পান না। মাত্র পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। তবে বুমরার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেলেন সিরাজ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল পুরস্কার বাবদ কত টাকা পাবে? জানাল আইসিসি