বিসিসিআই-এর পর সিএবি, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনও দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল শেষপর্যন্ত হবে কি না, সেটা নিয়েই প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে ক্রীড়জগতে শূন্যতা তৈরি হয়েছে। কবে আবার খেলা শুরু হবে, দর্শকরা মাঠে গিয়ে বা টিভির পর্দায় প্রিয় তারকাদের দেখতে পাবেন, সেটা কেউই বলতে পারছেন না। ফলে সৌরভেরও বাড়িতে বসে থাকা ছাড়া কিছু করার নেই। করোনা ভাইরাসের জেরে বন্ধ বিসিসিআই দফতর, হচ্ছে না খেলা, অবকাশ যাপন করছেন সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2020 09:51 PM (IST)
বিসিসিআই-এর পর সিএবি, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনও দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
কলকাতা: করোনা ভাইরাসের জেরে বন্ধ বিসিসিআই-এর দফতর। সব আধিকারিক ও কর্মীকে বাড়িতে বসে কাজ করতে বলা হয়েছে। বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজ। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। এই পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে অবসর সময় কাটানোর সুযোগ পেয়ে গিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই বিকেল পাঁচটায় লাউঞ্জে বসে থাকতে পারছি। কোনও কাজ নেই। মনে পড়ছে না শেষ কবে এটা করতে পেরেছি।’