কলকাতা: মাঠে আগ্রাসী আচরণের জন্য সমালোচনার মুখে পড়লেও, গুরুত্ব দিতে নারাজ জাতীয় ক্রিকেট দল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘লোকে কী বলবে বা কী লিখবে সেটা ভেবে রোবটের মতো আচরণ করা যায় না।’

আগামীকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে বিরাটের দল। তার আগের দিন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের চমকপ্রদ পারফরম্যান্স প্রসঙ্গে আরসিবি অধিনায়ক বলেছেন, ‘নিজের উপর বিশ্বাস থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদের চেয়ে যে কোনও বিষয় আলাদাভাবে দেখার ক্ষমতা থাকা চাই। সব দিক থেকে বাধার মুখে পড়লেও, আমরা টসে জিতে ব্যাটিং করার বদলে অন্য সম্ভাবনার কথাও ভাবছিলাম। দল মনে করেছিল, গ্রিন টপে টসে জিতে প্রথমে ব্যাটিং করা উচিত। আমরা সেটাই করেছিলাম।’

তাঁর ক্রিকেটজীবনে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ভূমিকা প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘আমার জীবনে খুব বেশি ঘনিষ্ঠ ব্যক্তি নেই। যিনি কঠিন সময়ে আমার পাশে ছিলেন, তাঁকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। ক্রিকেটার হিসেবে আমার বেড়ে ওঠার সময় সচিন তেন্ডুলকরের প্রভাব ছিল। আমি এটার গুরুত্ব বুঝি। এটা ব্যাখ্যা করা কঠিন।’