মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) মধ্যে যখন দড়ি টানাটানি চলছে, তখন এই বিতর্কে নতুন ইন্ধন জোগালেন অধিনায়ক বিরাট কোহলি।
একদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাতে চাইছে না বোর্ড। অন্যদিকে, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) বা প্রশাসনিক কমিটি বোর্ডকে নির্দেশ দিয়েছে অবিলম্বে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হোক।
সূত্রের খবর, এসবের মধ্যেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন অধিনায়ক স্বয়ং। প্রশাসনিক কমিটির এক সদস্য জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান বলে বিরাট নিজে তাঁদের জানিয়েছেন। ওই সদস্যের আরও দাবি, দলের আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটারও চান, ভারত দল পাঠিয়ে খেতাব ধরে রাখুক।
প্রসঙ্গত, আইসিসি-র বৈঠকে আর্থিক কাঠামো সংক্রান্ত যে নতুন প্রস্তাব পাশ হয়েছে, তাতে বিসিসিআই-এর আয় কমে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। এতেই ক্ষুব্ধ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টালবাহানা শুরু করেন বিসিসিআই কর্তারা।
গত ২৫ এপ্রিল ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন ছিল। কিন্তু এখনও ভারতীয় দল ঘোষণা হয়নি। সেই কারণেই চিঠি দিয়ে অবিলম্বে নির্বাচন বৈঠক ডেকে দল ঘোষণা করতে বলেছে প্রশাসনিক কমিটি। বিসিসিআই সূত্রে খবর, আগামী ৭ তারিখ বোর্ডের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত সম্ভবত ওই বৈঠকেই নেওয়া হবে।