চেন্নাই:  চেন্নাইয়ের চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতেও উজ্জ্বল ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে।  সেইসঙ্গে দল যখন বোলিং করছিল, তখন সারাক্ষণ বোলারদের পরামর্শ দিতে দেখা গেল তাঁকে। কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহলের মতো বোলারদের গাইড করে গেলেন মাহি। তেমনই বোলাররা ভুল লেংথে বল করলে অসন্তোষও প্রকাশ করলেন কখনও কখনও।
চেন্নাইয়ের ম্যাচে বিধ্বংসী অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করেছিলেন কুলদীপ। ম্যাচের পর একটি অনুষ্ঠানে তিনি জানালেন, কীভাবে ধোনি তাঁকে ওয়ার্নারকে বোলিং করার টিপস দিচ্ছিলেন।





স্ট্যাম্প ফোনেও ধরা পড়েছে দলের তরুণ বোলারদের ধোনির কিছু মূল্যবান পরামর্শ।
তিনি বলছেন, ‘ও মারানেওয়ালা ডাল না;অন্দর ইয়া বাহার কোই ভি’ (‘মারার বল কর না, ভেতরে বা বাইকে-যা কিছু হোক চলবে’)।
আবার বলছেন, ‘ঘুমানে ওয়ালা ডাল ঘুমানে ওয়ালা’ (‘স্পিন বল কর’)।
গ্লেন ম্যাক্সওয়েল কুলদীপকে তিনটি ছক্কা ও একটি বাউন্ডারি মারার পর স্ট্যাম্প ফোনে ধরা পড়েছে ধোনির অসন্তোষও। ধোনি চাইছিলেন বল একটু ওপরে ও স্ট্যাম্পের বাইরে করুক কুলদীপ। কিন্তু কুলদীপ স্ট্যাম্পের লাইনে বল করছিলেন।
তখন ধোনিতে বলতে শোনা যায়, ‘স্ট্যাম্প পে মত ডাল, আরে বাহার ডাল, আরে ইসকো ইতনা আগে নেহি’ (‘স্ট্যাম্পে নয়, ফুল লেংথে নয়’)।
এরপর চাহলও পরামর্শ মতো বল না করায় ধোনিকে বলতে শোনা যায়, ‘তু ভি নেহি শুনতা হ্যায় ক্যায়া’? (তুইও শুনবি না, নাকি?)। চাহল দ্রুত ভুল শুধরালো ধোনি বলেন, ‘অ্যায়সে অ্যায়সে ডালো’ (‘এভাবেই বল করো’)।
শেষপর্যন্ত চাহলকে মারতে গিয়ে লং অফে ক্যাচ তুলে আউট হন ম্যাক্সওয়েল।