নয়াদিল্লি: বিসিসিআই-এর বার্ষিক চুক্তি থেকে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বাদ পড়ার পর তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে সেই জল্পনা খারিজ করে দিল বিসিসিআই। এক আধিকারিক জানিয়েছেন, ‘চুক্তির সঙ্গে ধোনির ভারতীয় দলের হয়ে খেলার কোনও সম্পর্ক নেই। ধোনি যতদিন না অবসরের কথা ঘোষণা করছেন, ততদিন তিনি ভারতীয় দলের হয়ে খেলার জন্য বিবেচিত হতেই পারেন। যে ক্রিকেটাররা সম্প্রতি জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন, শুধু তাঁদের সঙ্গেই চুক্তি করা হয়েছে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি ধোনি। সেই কারণেই তাঁর সঙ্গে চুক্তি করা হয়নি।’
বিসিসিআই-এর ওই আধিকারিক আরও জানিয়েছেন, ‘যদি কেউ মনে করে থাকে, বিসিসিআই-এর সঙ্গে চুক্তি না হওয়ার ফলে ধোনির জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেল, তাহলে ভুল ভাবছে। নির্বাচকরাও এরকম কোনও ইঙ্গিত দেননি। অতীতে অনেক ক্রিকেটারই চুক্তি ছাড়া জাতীয় দলের হয়ে খেলেছে। ভবিষ্যতেও সেটা হতে পারে। ধোনি ভাল পারফরম্যান্স দেখিয়ে টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেতেই পারে। ও আইপিএল-এ কেমন খেলে, তার উপর সবকিছু নির্ভর করছে।’
চুক্তির সঙ্গে ধোনির ভারতীয় দলের হয়ে ভবিষ্যতে খেলার কোনও সম্পর্ক নেই, জানাল বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jan 2020 07:28 PM (IST)
২০১৯ বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি ধোনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -