নয়াদিল্লি:  সকাল থেকেই আবহ ছিল একেবারে অন্য়রকম এই শহরের। কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচ। আর একই দিনে বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন। ৩৫-এ পা দিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে কেরিয়ারের ৪৯ তম ওয়ান ডে শতরানও হাঁকিয়ে ফেলেছেন কিং কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র সহবাগ (Virendra Sehwag)। তাও আবার একেবারে নজফগড়ের নবাবি স্টাইলে।


নিজের সোশ্যাল মিডিয়ায় সহবাগ বিরাটকে শুভেচ্ছা জানিয়ে সহবাগ লিখেছেন, ''সেঞ্চুরি হিমোগ্লোবিনের মতই ওর রক্তে দৌড়ায়। একটা তরুণ ছেলে চোখে প্রচুর স্বপ্ন নিয়ে এসে নিজের দক্ষতা, পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিভাকে কাজে  লাগিয়ে এই খেলাটায় সাম্রাজ্য বিস্তার করেছে। ওঠা-পড় লেগেই থাকে। কিন্তু ওর ক্ষিদেটাই আসল ছিল। যা ওকে এতদূর এনেছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বিরাট।''


 






বাংলায় তাঁর ভক্ত ও অনুরাগীদের জন্য রবিবার দিনটা খুব স্পেশ্যাল। কারণ, এবার বিরাট কোহলি (Virat Kohli) তাঁর জন্মদিন কাটাচ্ছেন কলকাতায়। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলতে এসেছেন কিংগ কোহলি (Ind vs SA)। আর কলকাতায় যে কোহলি তাঁর জন্মদিন কাটাচ্ছেন, তা নিয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

মমতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'খুব খুশি যে, ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি তাঁর জন্মদিনে কলকাতায় রয়েছেন। দেশের হয়ে ঐতিহাসিক ম্যাচ খেলতে এসেছেন। বিরাটকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিরাট এবং ওঁর পরিবার আনন্দে থাকুক, সাফল্য পাক, এই কামনাই করি।'


রবিবার সাতসকালে রেড রোডে পৌঁছেই হতবাক হতে হল। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। ভুল লেখা হল। বিরাট কোহলিরা!


প্রত্যেকের মাথার ওপরই তুলে ধরা ব্য়াট। কারও মুখে প্রশান্তি। কারও অভিব্যক্তিতে আগ্রাসন। কেউ আবার গলার শির ফুলিয়ে হুঙ্কার দিচ্ছেন।


ঘোর কাটল, যখন বোঝা গেল, প্রায় বিরাটের (Virat Kohli) সাইজের সার দিয়ে দাঁড়ানো চেহারাগুলি কাট আউট। প্লাইউড দিয়ে তৈরি। আসল বিরাট নন। রবিবার ৩৫ পূর্ণ করছেন কিংগ কোহলি।