কলকাতা: ডুরান্ড কাপ (Durand Cup) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারের রেশ এখন যেন অতীত। ফের বড় জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা লিগে (CFL 2023) জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ বাহিনি। সেই সঙ্গে গ্রুপ বি-র শীর্ষে থেকে পৌঁছে গেল সুপার সিক্সে। অপরাজিত থেকে কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ চলে গেল ইস্টবেঙ্গল।


গ্রুপ ‘বি’-তে চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী পর্যায়ের টিকিট পেয়েছে লাল-হলুদ শিবির। এবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ১২টি ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল ন'টি ম্যাচে জিতেছে। তিনটি ম্যাচ ড্র করেছে। কোনও ম্যাচে হারেনি লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের সঙ্গে গ্রুপ ‘বি’ থেকে কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ উঠেছে ভবানীপুর এবং খিদিরপুর।


বৃহস্পতিবার নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিল ৪-০ গোলে। হ্যাটট্রিক করলেন জেসিন টিকে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল।


প্রথমার্ধে লাল-হলুদের খেলায় খুব একটা ঝাঁঝ ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে অন্য মেজাজে দেখা যায় তাদের। ম্যাচের চারটি গোলই দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১৬ সেকেন্ডের মধ্যে গোল করে ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসাবে নামা জেসিন টিকে গোল করেন।


দু’মিনিট পরে আবার গোল। এ বার বাঁ দিক থেকে জর্জের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন সন্দীপন। ফিরতি বলে জোরাল শটে গোল করেন জেসিন। ৫২ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের তৃতীয় গোল। এ বার পিভি বিষ্ণু নিজেই গোল করেন। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।


কলকাতা ফুটবল লিগে ‘সুপার সিক্স’-এ পাঁচটি দলের জায়গা পাকা হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল, ভবানীপুর, খিদিরপুর, মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি। বাকি আছে আরও একটি জায়গা। ষষ্ঠ সেই স্থানের জন্য লড়াই কালীঘাট মিলন সংঘ ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে। কালীঘাট ১২টি ম্যাচই খেলে ফেলেছে। ১২টি ম্যাচে কালীঘাটের পয়েন্ট ২৪। সেখানে ন'টি ম্যাচে মোহনবাগানের ঝুলিতে ২০ পয়েন্ট। বাকি তিনটি ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট পেলেই ‘সুপার সিক্স’-এ উঠে যাবে সবুজ-মেরুন শিবির।                  


আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে আলাকারাজ়ের ম্যাচ দেখতে দর্শকাসনে হাজির ধোনি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial