কলকাতা: কলকাতা লিগে (CFL 2023) টানা তৃতীয় জয় পেল মোহনবাগান (Mohun Bagan)৷ সেই সঙ্গে হ্যাটট্রিক সুহেল ভট্টের ৷ রবিবার ডালহৌসি অ্যাথলেটিক্সের বিরুদ্ধে ৫-২ গোলে জিতল মোহনবাগান। ঘরের মাঠে বিপুল সমর্থকদের সামনে জয় ছিনিয়ে নিল বাস্তব রায়ের দল ৷ শ্রীনগরের ফুটবলার সুহেলের উত্থানের নেপথ্যে মেহরাজউদ্দিন ওয়াডু। যিনি এখন মহমেডান স্পোর্টিংয়ের কোচ। রবিবার সুহেল নজর কেড়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেলিব্রেশনেও।


গোল করার পর পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাফ মেরে দুহাত দুদিক প্রসারিত করে সেলিব্রেট করেন। যা ফুটবল বিশ্বে বিখ্যাত হয়ে রয়েছে। এবার সেই সেলিব্রেশন কলকাতা ময়দানে। সৌজন্যে সুহেল।


রবিবার দুর্বল দলের বিরুদ্ধে প্রথম থেকেই আগ্রাসী খেলা শুরু করে মোহনবাগান। এই দলের বেশ কিছু ফুটবলার আইএসএলে নিয়মিত খেলেন। ফলে দু’দলের পার্থক্যটা শুরু থেকেই ধরা পড়ছিল। ২৫ মিনিটে মোহনবাগানের প্রথম গোল। মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে দৌড়েছিলেন সুহেল। বিপক্ষ গোলকিপার বিক্রম পারিয়া অনেকটা এগিয়ে এসেছেন দেখে নিখুঁত ভাবে তাঁর মাথার উপর দিয়ে বল জালে জড়ান সুহেল।


বিরতির দু’মিনিট আগে ফের গোল সুহেলের। ব্যবধান বাড়ান তিনি। প্রথমার্ধে ২-০ এগিয়ে গিয়েছিল মোহনবাগান। বিরতির চার মিনিট পরেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সুহেল। বক্সের মধ্যে তাঁকে ঠেলে ফেলে দিয়েছিলেন বিপক্ষের ফুটবলার। পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করেন সুহেল।


 






ময়দান স্বমহিমায় ফিরল রবিবার মোহনবাগান মাঠে। আবেগের বিস্ফোরণের সাক্ষী হাজার হাজার সমর্থক। এই ছবি দেখার জন্য দীর্ঘ চার বছরের অপেক্ষা। তাই নিজেই ক্যামেরা তুলে নিলেন মোহনবাগানের সভাপতি টুটু বসু। মাঠে উপস্থিত এক ফটোগ্রাফারের থেকে ক্যামেরা চেয়ে লেন্সবন্দি করলেন গ্যালারির ছবি। অসুস্থতার জন্য ইদানিং মাঠে আসতে পারেন না। কিন্তু রবিবার খেলা শুরুর বেশ কিছুক্ষণ আগে হুইলচেয়ারে মাঠে আসেন। বসে দেখলেন পুরো ম্যাচ। মোহনবাগান মাঠে বসে খেলা দেখলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। পরিবেশ দেখে মুগ্ধ তিনি। বললেন, যেন ব্রাজিলে রয়েছি। একইসঙ্গে জানিয়ে দিলেন, এইভাবে চললে তিন-চার বছরের মধ্যে বাংলার ফুটবলের হারানো জৌলুস আবার ফিরে আসবে।


আরও পড়ুন: টানা ব্যর্থতার জের, আরসিবির দায়িত্ব থেকে ছাঁটাই বাঙ্গার-হেসন, বিরাটদের দায়িত্বে এবার কারা ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial