কিউইদের হারিয়ে নয়া রেকর্ড বাংলাদেশের
মাত্র ৩৩ রানে ৪ উইকেট খুইয়েও ২৫০-র বেশি রান তাড়া করে জেতার একটি রেকর্ডও গড়ল বাংলাদেশ। এর আগে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে কোনও দলই ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ২৫০ রানের বেশি তাড়া করতে নেমে জিততে পারেনি। এর আগে এই রেকর্ড ছিল ভারতের। ২০০৫-এ ৩৬ রানে চার উইকেট হারিয়েও জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫০-এর বেশি রান তাড়া করে জয়ী হয়েছিল ভারত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলাদেশ। অন্যদিকে ছিটকে গেল নিউজিল্যান্ড।
এরপর দলের হাল ধরেন সাকিব ও মহমুদুল্লাহ। দুজনের মঝ্যে রেকর্ড ২২৪ রানের পার্টনারশিপ হয়।
একটা সময় মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।
নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলিংয়ের সামনে কিছু গুটিয়ে যান। জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্য রাখে নিউজিল্যান্ড। কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। কিন্তু এই ধাক্কা সামলেও তারা ৪৭.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আঁটোসাঁটো বোলিংয়ের পর শাকিব অল হাসান (১১৪) ও মহমুদুল্লাহ (অপরাজিত ১০২) –র মধ্যে রেকর্ড পার্টনারশিপের দৌলতে গতকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-র ম্যাচে বাংলাদেশ রোমাঞ্চকর জয় পেয়েছে।