নয়াদিল্লি: জুন থেকেই ইংল্যান্ডে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ম্যাঞ্চেস্টার বিস্ফোরণের জেরে টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়।
বহু টালবাহানার পর আইসিসি-বিরোধিতায় সাময়িক ইতি টেনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। কিন্তু, এদিন ম্যাঞ্চেস্টারের জঙ্গি হামলা ফের টুর্নামেন্টকে ঘিরে বড়-সড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিল।
আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি-র জোড়া টুর্নামেন্ট। ১ জুন থেকে ১৮ জুন অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর, ২৪ জুন থেকে ২৩ জুলাই মহিলাদের বিশ্বকাপ।
ম্যাঞ্চেস্টারকাণ্ডের পর ইংল্যান্ডে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট টিমের নিরাপত্তা কতটা নিশ্চিত? এই প্রশ্ন তুলেই এদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথাবার্তা বলে ভারতীয় বোর্ড। ভারতীয় বোর্ডের অ্যান্টি কোরাপশন সিকিউরিটি ইউনিট-এর প্রধান তথা দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ইংল্যান্ডে গিয়ে পৌঁছেছেন। তিনিই এ-ব্যাপারে আইসিসির সঙ্গে কথা বলেন।
আইসিসির আশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফি ও মহিলাদের বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আইসিসি ও ইসিবি। দু’টি টুর্নামেন্টেরই নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। টুর্নামেন্ট চলাকালীন প্রত্যেক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করব আমরা। এ আমাদের অঙ্গীকার।
তবে, ভারতীয় ক্রিকেটারদের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে ভারতীয় বোর্ড। অনুশীলন ছাড়া টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে কোনও ক্রিকেটার বের হতে পারবেন না। দৈনন্দিন কর্মসূচির বাইরে অন্য কোনও কাজে বেরোতে হলে, তাও টিম ম্যানেজমেন্টকে জানাতে হবে।
১ জুন শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও, ম্যাঞ্চেস্টারে কোনও ম্যাচ খেলা হবে না। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে লন্ডন, বার্মিংহ্যাম ও কার্ডিফে। তবে, ইংল্যান্ডে পৌঁছে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা পড়বেন বিরাট-বাহিনী।
চ্যাম্পিয়ন্স ট্রফি: ম্যাঞ্চেস্টার বিস্ফোরণের পর ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তায় বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
23 May 2017 10:12 PM (IST)
প্রতীকী চিত্র
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -