নয়াদিল্লি: ব্যাটের আয়তন নিয়ে আইসিসি-র নতুন নিয়মের প্রভাব পড়বে খেলায়। এমনটাই মনে করেন রাহুল দ্রাবিড়।


নতুন নিয়ম অনুযায়ী, ব্যাটের ঘনত্ব সর্বাধিক ১০৮ মিলিমিটার, পুরূতা ৬৭ মিলিমিটার এবং ধার ৪০ মিলিমিটার হতে হবে। এপ্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, খুব ভাল সিদ্ধান্ত। আয়তন বদলের প্রভাব তো পড়বেই। ম্যাচের ফলাফলেই তা প্রত্যক্ষ করা যাবে।


যদিও, তিনি মনে করেন, নিয়মে খুব বড় পরিবর্তন করা হয়নি বলে অল্প সংখ্যক ব্যাটসম্যানকেই নিজেদের ব্যাটে বদল আনতে হবে। প্রাক্তন তারকা ব্যাটসম্যান জানান, শুধু ব্যাটের আয়তনের পাশাপাশি আরও অনেক বিষয় খেলায় নির্ণায়ক হয়ে ওঠে। যেমন, পিচের ধরন ও মাঠের সীমার আয়তনও ফারাক গড়ে দেয়।


এদিন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ ও প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দ্রাবিড়। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি মহিলা দলের কোচ হতে চান কি না। জবাবে দ্রাবিড় জানান, মহিলা দলের ইতিমধ্যেই সেরা কোচিং স্টাফ রয়েছে।