নয়াদিল্লি: ভারতীয় দলের প্রধান কোচ নিয়ে চলতি বিতর্কে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ইয়ান চ্যাপেলকে পাশে পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের অধিনায়কের পাশে দাঁড়িয়ে চ্যাপেল বলেছেন, অধিনায়কের উপর যদি একজন কোচকে বসাতে হয়, তাহলে অধিনায়ক যাঁর সঙ্গে কাজ করতে পছন্দ করবেন, তেমন কাউকেই এই পদে আনা উচিত।


ভারতের প্রধান কোচের পদ থেকে অনিল কুম্বলের ইস্তফা এবং রবি শাস্ত্রীর কোচ হওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে জোরদার বিতর্ক চলছে। কুম্বলে দাবি করেছেন, অধিনায়কের সঙ্গে মতান্তরের জেরেই তাঁকে পদত্যাগ করতে হয়েছে। শাস্ত্রী আবার বিরাটের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই কারণেই তাঁকে কোচ করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

চ্যাপেল অবশ্য শাস্ত্রীকে কোচ করার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, ‘রবি শাস্ত্রী ভারতের টিম ডিরেক্টর থাকার সময় তাঁর সঙ্গে যেরকম সুন্দর সম্পর্ক ছিল কোহলির, সেটা অনিল কুম্বলের সঙ্গে ছিল না। ভারত এখন শাস্ত্রীকে কোচ করায় এই প্রশ্ন উঠেছে, যেটা ভেঙে যায়নি, সেটা বদল করার কী দরকার?’