সিডনি: অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দল নির্বাচন কমিটির অস্থায়ী সদস্য করা হল গ্রেগ চ্যাপেলকে। চেয়ারম্যানের পদ থেকে রডনি মার্শ সরে যাওয়ার পর তাঁর বদলে গ্রেগকে নির্বাচক করা হল বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্রেগ অবশ্য নির্বাচক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হননি। নতুন চেয়ারম্যান হলেন ট্রেভর হন্স।

গ্রেগ এর আগে দু বার অস্ট্রেলিয়ার সিনিয়র দলের নির্বাচকের দায়িত্ব সামলেছেন। প্রথমবার অবসর নেওয়ার কিছুদিন পরেই ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত। এরপর ২০১০ থেকে ২০১১ পর্যন্ত। তবে এক্ষেত্রে হন্সের অভিজ্ঞতা অনেক বেশি। তিনি প্রথমে ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত এবং তারপর ২০১৪ থেকে এখনও পর্যন্ত নির্বাচক কমিটিতে আছেন। এর আগে ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। সেই কারণেই তাঁকে ফের চেয়ারম্যান করা হল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় খোঁজার দায়িত্ব থেকে আপাতত সরানো হলেও, গ্রেগকে ফের সেই দায়িত্ব দেওয়া হবে। নতুন কাউকে নির্বাচক না করা পর্যন্ত আপাতত গ্রেগ দল বাছাইয়ের কাজ করবেন।