নয়াদিল্লি: সামনের জুনেই বিশ্বকাপ খেলতে নামছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। তাঁরা দেশকে গর্বিত করার জন্যে যথেষ্ট পরিশ্রমও করছেন। এছাড়া এইমুহূর্তে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে চ্যাম্পিয়নও হয়েছে ভারতীয় ক্রিকেটের জাতীয় মহিলা দলের সদস্যরা। ঘরের মাঠে একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হারিয়েওছেন তাঁরা। কিন্তু তাঁদের এই সাফল্যের আড়ালেও রয়েছে অন্ধকার। গত ছমাস বেতন পাননি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা।
নামপ্রকাশে অনিচ্ছুক এক মহিলা ক্রিকেটারের অভিযোগ, গত ৬ মাস ধরে বেতন পাচ্ছেন না ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে মহিলা ক্রিকেটারদের। ওই মহিলা ক্রিকেটারের দাবি, তাঁরা প্রতিদিন দেশের মধ্যে সিরিজ থাকলে সাড়ে তিন হাজার টাকা করে পান। বিদেশে খেলতে গেলে ১২৫ ডলার।
এদিকে আইপিএল-এ চিয়ার লিডাররা প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করেন। একে পারিশ্রমিকে ফারাক, তারমধ্যে সময়মতো সেই টাকা হাতে না পাওয়া, দুয়ে মিলে তাঁরা ভাল পারফর্ম কীভাবে করবেন বিশ্বকাপে, তাই নিয়েই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
অথচ ভারতেই পুরুষ ক্রিকেট দলের সদস্যরা অনেক বেশি পারিশ্রমিক তো পানই, এছাড়া রয়েছে বিজ্ঞাপন থেকে আয়। প্রসঙ্গত, পুরুষ ও মহিলা দলের মধ্যে পারিশ্রমিকের ফারাক ঘোচাতে বদ্ধপরিকর ক্রিকেট অস্ট্রেলিয়া। দিন কয়েক আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করে, এখন থেকে সমান পরিমাণ বেতন পাবে সেখানকার জাতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল। এছাড়া সিরিজ জিতলে বোনাস এবং বোর্ডে সঙ্গে লাভের অংশও ভাগ করে নেবে। আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যদের ভাগ্য কবে ফিরবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন?
৬ মাস বেতন নেই ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের, দিনে পনেরো-কুড়ি হাজার আয় চিয়ার লিডারদের!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2017 02:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -