মুম্বই: ব্যাট হাতে ২২ গজে বিশ্বের তাবড় তাবড় বোলারদের শাসন করেছেন। কিন্তু হেঁশেলে কতটা পারদর্শী সচিন তেন্ডুলকর ? ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। সেখানে দেখা যাচ্ছে যে রান্নাঘরে হাত পাকাচ্ছেন মাস্টার ব্লাস্টার। ডিমের ওমলেটের মত দেখতে কিছু একটা বানাচ্ছেন সচিন, এমনই দেখে মনে হচ্ছে। 


সচিন তাঁর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে ফ্রাইড প্যানে কিছুটা একটা রান্না করছেন সচিন। খাবার উলটে- পালটে প্লেটে সাজিয়েও রাখছেন সচিন নিজেই। একেবারে পাক্কা রাঁধুনির মতই লাগছে তাঁকে। ক্যামেরার উলটোদিকে কেউ পুরো ঘটনাটি ভিডিও করছেন। সচিনকে বেশ খোশমেজাজেই মনে হচ্ছে হেঁশেলে। সেই ভিডিও পোস্টে সচিন লিখেছেন, ‘ইয়ামি, সুন টু গো ইন দ্য টামি।’ অর্থাৎ সুস্বাদু এই খাওয়ারটি দ্রুত পেটে যেতে চলেছে ।



এর আগেও বিভিন্ন সময় হেঁশেলে হাত পাকাতে দেখা গিয়েছে সচিনকে। নিজের মায়ের জন্য, স্ত্রী অঞ্জলির, ছেলে অর্জুন ও মেয়ে সারার জন্য বিভিন্ন সময়ে রান্না করেছেন। সেই ভিডিও পোস্টও করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না।


সচিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১৩ সালে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলেন সচিন। নিজের কেরিয়ারে ২০০ টেস্ট খেলার বিরল নজির গড়েছেন প্রাক্তন এই ভারতীয় ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী সচিন। ২০০ টেস্ট খেলে মোট ১৫ হাজার ৯২১ রান করেছেন। ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ৪৬৩ ম্যাচ খেলে ১৮ হাজার, ৪২৬ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফর্ম্যাট মিলিয়ে মোট ১০০ শতরানের মালিক সচিন।


ক্রিকেট ছাড়ার পর কমেন্ট্রিতেও দেখা গিয়েছে সচিনকে। সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের সময় কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন সচিন। তিনি ক্রিকেট ছাড়ার পর মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন।