কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দল থেকে বাদ দেওয়া হল ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। উইকেটকিপার হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও কে এস ভরত (KS Bharat)। ঋদ্ধির সঙ্গেই বাদ দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মাকে। একসঙ্গে চার সিনিয়র তারকাকে বাদ দেওয়ার মতো ঘটনা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক অতীতে ঘটেনি।


চেতন শর্মা (Chetan Sharma) জানিয়েছেন, বাদ পড়া চার ক্রিকেটারকে বলা হয়েছে রঞ্জি ট্রফিতে খেলে নিজেদের প্রমাণ করতে। পারফর্ম করলে ফের তাঁদের দলে ফেরানো হবে। চেতন সাফ বলেছেন, 'দীর্ঘদিন ক্রিকেট না খেললে কীভাবে দেখাবেন যে আপনার দক্ষতা একইরকম রয়েছে। সেই জন্য রঞ্জি ট্রফি খেলাটা খুব জরুরি। আমরাও রঞ্জি ট্রফি খেলার ওপর জোর দিচ্ছি।' চেতন জানিয়েছেন, চার তারকার সঙ্গেই কথা বলা হয়েছে। জানানো হয়েছে যে তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে থাকছেন না। 


প্রধান নির্বাচকের বক্তব্য ভারতীয় ক্রিকেট মহলে ছড়িয়ে পড়তেই একের পর এক জোরাল প্রশ্ন আছড়ে পড়ছে। বলা হচ্ছে, কী করে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মার সঙ্গে এক বন্ধনীতে রাখা যেতে পারে ঋদ্ধিমান সাহাকে? কারণ, ভারতের শেষ টেস্ট সিরিজে খেলেননি বাংলার উইকেটকিপার। সেই সিরিজের তিন টেস্টের পরিসংখ্যান বলছে, ছয় ইনিংসে রাহানের রান যথাক্রমে ৪৮, ২০, ০, ৫৮, ৯ ও ১। সেই তিন টেস্টের ৬ ইনিংসে পূজারার স্কোর ০, ১৬, ৩, ৫৩, ৪৩ ও ৯। ইশান্ত শর্মা অবশ্য সেই সিরিজে খেলেননি। তিনি শেষ খেলেছিলেন গত বছর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে উইকেটশূন্য ছিলেন দিল্লির ডানহাতি পেসার। তার আগে যে টেস্ট খেলেছিলেন, লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচেও কোনও উইকেট পাননি তেত্রিশের ইশান্ত। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ছিলই।


কিন্তু ঋদ্ধি? তিনি শেষ টেস্ট খেলেছিলেন দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজে কানপুরে পিঠের যন্ত্রণা সহ্য করে ম্যাচ বাঁচানো হাফসেঞ্চুরি করেছিলেন। সেই সিরিজের পর থেকে খেলার সুযোগই পাননি। দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকলেও প্রথম একাদশেকে জায়গা হয়নি। তারপরই তাঁকে ছেটে ফেলা হল। প্রশ্ন উঠছে, আগের সিরিজে যিনি খেলার সুযোগই পেলেন না, তাঁকে কেন নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার কথা বলা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবেও কি ঋদ্ধিকে রাখা যেত না?